অন্বেষা

17

মিজানুর রহমান মিজান

তুমি গানের পাখি, প্রকৃতি বলল ডাকি
আহবানে দিলাম উঁকি , অন্বেষায় দেখি
এক সুপ্ত প্রতিভা।

রূপের সাথে গুণের, সুস্পষ্ট ভদ্রের
আছে বাহারে, বহুমুখি সমাহারে
চেতনায় মনোলোভা।

মানুষ আর মানবতা, স্পষ্টবাদী কথাবার্তা
উদার নৈতিকতা, মার্জিত শালীনতা
উদিত এক প্রভা।

দোয়া করি সুপথে, ক্ষমতা আল্লাহ দিতে
সর্বদা একাগ্র চিত্তে, আকস্মিক কর্ম সাথে
উদ্ভাসিত হোক আভা।