জগন্নাথপুরে বাল্যবিবাহ, যৌতুক ও মাদকাসক্তি প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা শুরু

35

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে বাল্যবিবাহ, যৌতুক, মাদকাসক্তি প্রতিরোধে সচেতনতা সৃষ্টি ও করণীয় শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার জগন্নাথপুর উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে ৩ দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। কর্মশালার উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হুমায়ূন কবিরের সভাপতিত্বে ও উপজেলা যুব উন্নয়ন অফিসার পেয়ার আহমদের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুক্তাদির আহমদ মুক্তা, উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন অফিসের সিএস শেখ নুরুজ্জামান, দৈনিক মানবজমিন প্রতিনিধি শংকর রায়, জগন্নাথপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহজাহান মিয়া, উপজেলা কোর্ট জামে মসজিদের ইমাম মাওলানা বদরুল ইসলাম, সমাজকর্মী এনামুল হক এনাম, সাফরোজ ইসলাম মুন্না, মাহবুব হোসেন, শেখর আচার্য্য, আব্দুল মুকিত, লিটন মিয়া, দিলদার মিয়া মিঠু, হুমায়ূন আহমদ, এমদাদুর রহমান সুমন প্রমুখ। কর্মশালায় উপজেলার বিভিন্ন অঞ্চলের প্রশিক্ষণার্থীরা অংশগ্রহণ করেন।