দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে বিদ্যুৎ শ্রমিকদের মানববন্ধন

26

PDB Pic manabbandhan 09.02.15দেশব্যাপী সন্ত্রাস, নৈরাজ্য ও পেট্রোল বোমা দিয়ে মানুষ পুড়িয়ে মারার প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগ (বি-১৯০২) সিলেট-সুনামগঞ্জ জেলা শাখা।
গতকাল সোমবার দুপুরে নগরীর নবাবরোডস্থ বিউবো সিলেটের প্রধান প্রকৌশলীর কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তারা বলেন- বিএনপি-জামায়াত সারাদেশে মানুষ পুড়িয়ে মেরে জঙ্গি তৎপরতা চালিয়ে যাচ্ছে। নাশকতা চালিয়ে তারা বাংলাদেশকে পাকিস্তান ও আফগানিস্তানের মতো একটি অকার্যকর জঙ্গি রাষ্ট্রে পরিণত করতে চাইছে। এর বিরুদ্ধে সবাইকে সম্মিলিতভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
বক্তারা বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে কোম্পানিতে রূপান্তরিত করার প্রক্রিয়ার বিরোধীতা করে শ্রমিকদের ১১ দফা দাবি বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সিলেট জেলা শাখার সভাপতি মো. শুকুর আহমদ, সাধারণ সম্পাদক মো. আতিকুল ইসলাম, কার্যকরী সভাপতি মো. বাবুল মিয়া, মো. মোশারফ হোসেন, মো. নুরুল ইসলাম, লিয়াকত হোসেন, মো. সেলিম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক মো. জহিরুল ইসলাম, খন্দকার আব্দুল খালেক, শাহাব উদ্দিন, রেজাউল করিম, নূরুল ইসলাম, আবুল হোসেন, আব্দুল মান্নান, শাহ আলম, মনসুর আলী, স্বপন কুমার শাহ চৌধুরী, দীলিপ কুমার দাশ, মোশারফ হোসেন, জাহাঙ্গীর আলম, আব্দুল লতিফ, রতন কুমার, শাহিদুর রহমান, আব্দুল হক প্রমুখ। বিজ্ঞপ্তি