দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের নবগঠিত আহবায়ক কমিটিকে তাৎক্ষণিকভাবে বর্জন

31

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের ৬৭ সদস্য বিশিস্ট নবগঠিত আহবায়ক কমিটিকে তাৎক্ষণিকভাবে বর্জন করেছেন কমিটির দুই তৃতীয়াংশ সদস্য। গত ৩ ফেব্র“য়ারী সাবেক ছাত্রলীগ নেতা ফরিদ আহমদ তারেককে আহবায়ক, হাজী আব্দুল খালেক চেয়ারম্যান ও শামীমুল ইসলাম শামীমকে যুগ্ম আহবায়ক করে নতুন কমিটির অনুমোদন দেন জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব মতিউর রহমান ও সাধারণ সম্পাদক নুরুল হুদা মুকুট। ৬ জানুয়ারী পত্র পত্রিকায় এই কমিটির সংবাদ জানতে পেরে তাৎক্ষণিকভাবে নবগঠিত কমিটিকে ৩ ব্যক্তির তথাকথিত পকেট কমিটি বলে সরাসরি বর্জন ঘোষণা করেন দোয়ারাবাজার উপজেলা আওয়ামীলীগের আহবায়ক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিছ আলী বীরপ্রতীক, অধ্যক্ষ একরামুল হক, মান্নারগাঁও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খান, সাবেক চেয়ারম্যান আমিরুল ইসলাম, আব্দুল জলিল, এডভোকেট আব্দুল আজাদ রুমানসহ নবগঠিত কমিটির দুই তৃতীয়াংশ নেতাকর্মীরা। তারা বলেন, দোয়ারাবাজার উপজেলার ৯ ইউনিয়নে কাউন্সিলের মাধ্যমে ইউনিয়ন আওয়ামীলীগের কমিটি গঠন করা আছে। বর্তমান আহবায়ক কমিটি বিলুপ্ত করতে হলে কাউন্সিলরদের মতামতের ভিত্তিতে করা উচিত ছিল। এছাড়া ১৮ বছর পূর্বেকার মেয়াদোত্তীর্ণ জেলা কমিটি কর্তৃক দোয়ারাবাজার উপজেলা কমিটির নামে নতুন পকেট কমিটি গঠন এখতিয়ার বহির্ভূত।