দেশের উন্নয়নে সরকার ও এনজিওদের সমন্বয়ের সাথে কাজ করতে হবে —– বিভাগীয় কমিশনার

24

সিলেটের বিভাগীয় কমিশনার ড. মোছাম্মৎ নাজমানারা খানুম বলেছেন, ‘দেশের উন্নয়নের জন্য সরকার ও Adab Photoএনজিওদের সমন্বয়ের সাথে যৌথভাবে কাজ করা দরকার। স্বাধীনতার পরে আজকের বাংলাদেশ গড়তে শুধু সরকার নয়, এনজিও সমূহের প্রচুর অবদান রয়েছে। মাঠ পর্যায়ে উন্নয়ন কর্মকান্ডে এনজিওদের ভূমিকা এদেশের উন্নয়নের অগ্রযাত্রাকে আরো ত্বরান্বিত করেছে। সকলের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত থাকলে আগামী ২০৩০ সালের মধ্যে বাংলাদেশ টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অজর্ন করতে সক্ষম হবে। সে কারণে জনসংখ্যকে জনশক্তিতে রূপান্তর করতে প্রশিক্ষণের কোন বিকল্প নাই।  তিনি এডাব এর প্রশিক্ষণকে যুগপোযোগী বলে আখ্যায়িত করেন ও সাধুবাদ জানান। মঙ্গলবার নগরীর উপশহরে অনুষ্ঠিত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের সমন্বয়কারী প্রতিষ্ঠান এডাব কর্তৃক আয়োজিত প্রোজেক্ট সাইকেল ম্যানেজমেন্ট প্রশিক্ষণের সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন তিনি।
এডাব সিলেট জেলা শাখার সভাপতি এটিএম বদরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত ২দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করেন এডাব কার্যনির্বাহী পরিষদ সদস্য কেএমএকে আজাদ। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডাব-এর কর্মসূচি সমন্বয়কারী কাউসার আলম কনক। প্রশিক্ষণের সমাপনী পর্বে সনদপত্র প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান ও সাস-এর চেয়ারপারসন হুমায়ুন ইসলাম কামাল, এডাব সিলেট জেলা শাখার সদস্য সচিব আবুল কালাম আযাদ ও দৈনিক জালালাবাদ পত্রিকার স্টাফ রিপোর্টার খালেদ আহমেদ। এডাব-এর যোগাযোগ কর্মকর্তা তুষার শিকদার ও সিলেট অঞ্চলের আঞ্চলিক সমন্বয়কারী মো: বাবুল আখতার প্রশিক্ষণের সার্বিক সমন্বয়ের দায়িত্ব পালন করেন। সিলেট বিভাগের মৌলভীবাজার, সুনামগঞ্জ, হবিগঞ্জ, সিলেটসহ কিশোরগঞ্জ ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার এডাব সদস্য সংস্থা থেকে ৩০টি এন.জি.ও’র প্রধানগণ এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। বিজ্ঞপ্তি