অবরোধে বাসে মুক্তিযোদ্ধার ঢিল

96

কুলাউড়া থেকে সংবাদদাতা :
কুলাউড়ায় অবরোধ চলাকালে যাত্রীবাহী বাসে এক মুক্তিযোদ্ধার ঢিল দেয়ার ঘটনা ঘটেছে।
গতকাল ২৮ জানুয়ারী বুধবার সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ব্রাহ্মণবাজার- কুলাউড়া সড়কের ঢুলিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। ওই মুক্তিযোদ্ধার নাম মতিউর রহমান (৬২)। তিনি অবসরপ্রাপ্ত সৈনিক ও বীর মুক্তিযোদ্ধা।
স্থানীয় সূত্রে জানা যায়, মতিউর রহমান মুক্তিযোদ্ধা হলেও তিনি এখন মানসিক রোগী। তিনি প্রায়ই তার আত্মীয়-স্বজনের বাড়িতে বেড়াতে যান। বুধবার সকালে বাড়িতে ঢুলিপাড়া এলাকায় মামার বাড়ি যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন। কুলাউড়া থেকে একটি বাস মৌলভীবাজারগামী ঢুলি পাড়ায় পৌঁছলে মুক্তিযোদ্ধা মতিউর সিগনাল দিলেও চালক তাকে না নিলে তিনি ক্ষিপ্ত হয়ে বাসে লক্ষ্য করে ইট ছুড়ে মারেন।
কুলাউড়া থানার উপ-পরিদর্শক (এসআই) মইন উদ্দিন জানান, আসলে আমরা ভেবেছিলাম দুবৃত্তরা বাসে হামলা করেছে। কিন্তু পরে ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের কাছ থেকে ঘটনার শুনে থানায় আসি। কুলাউড়া থানার (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মো. মতিয়ার রহমান সংবাদের সত্যতা নিশ্চিত করেন।