জামায়াতের পথে কেন হাঁটছে দিশেহারা বিএনপি ?

35

bnp_01_522677092কাজিরবাজার ডেস্ক :
কি চায় বিএনপি? সারাটা দেশ যখন বোমায়-আগুনে পুড়ছে? যখন বার্ন ইউনিটে কাতরাচ্ছে নিরপরাধ অসহায় সাধারণ মানুষ? মানুষ পোড়ানোর পৈশাচিকতাকে যারা বলছে ‘আন্দোলন’ কেমনতরো দল তারা? ঢাকা মেডিক্যালের বার্ণ ইউনিটকে সারাদেশের মানুষের সম্ভাব্য ঠিকানা বানিয়ে ফেলার এই অপ-রাজনীতি কেন চালু করলো বিএনপি? এমন সর্বনাশা রাজনীতি চালু করার দায় কাঁধে নিল, কেনই বা এমন ক্ষ্যাপার মতো আচরণ করছে দেশের দ্বিতীয় বৃহত্তম দলটি? বিএনপির রাজনীতির নিজস্ব মৌল চেহারাটি উবে গিয়ে কেন সেখানে উঁকি দিচ্ছে জামায়াতের ভয়ানক করাল চেহারা?
জামায়াতের মতো রগকাটা, হাতকাটার বীভৎস রাজনীতির বিপজ্জনক পথে হাঁটতে হাঁটতে বিএনপি কেন হয়ে উঠতে চাইছে আরেক জামায়াত! আন্দোলনের এমন নারকীয় কৌশল কেন বেছে নিল দলটি? শান্তিপূর্ণ আন্দোলন বলতে কিছু কি আর নেই এ-দলের? আন্দোলন মানেই ‘মানুষ পোড়াও, গাড়ি জ্বালাও, মারো বোমা ককটেল’? স্বাভাবিক স্রোতের বিপরীতে, শুভবুদ্ধির বিপরীতে ধর্মান্ধ জঙ্গিদের মতো কেন চলছে, কোথায় চলছে বিএনপি?
এভাবে দিকভ্রান্তের মতো জামায়াতি রাজনীতির টোলের-মুরিদ-বনে-যাওয়া বিএনপির যেন ঘটে গেছে এক দু:খজনক, আত্মধ্বংসী, নেতিবাচক বিবর্তন; হ্যাঁ, তবে তা উল্টোদিকের বিবর্তন। এই বিবর্তন বিকাশের বদলে অবক্ষয়ই ডেকে আনে শুধু। বোমাই যদি হয় আন্দোলনের ‘মোডাস অপারেন্ডি’ তাহলে অবক্ষয়ই তো তার অনিবার্য পরিণতি! আজ বার্ন ইউনিটের হৃদয়বিদারক দৃশ্যের কথা স্মরণে নিয়ে একথা বলবার সময় এসে গেছে: বাংলাদেশের রাজনীতির সবচে বড় অবক্ষয়ের অন্য নাম বিএনপি।
নিরপেক্ষ নির্বাচনের অধিকার আদায়ের নামে সরকারের বিরুদ্ধে ঝাল মেটাতে গিয়ে তারা চলছে নিজেদের হঠকারি খেয়াল-খুশিমতো; যেমন চলে পথের পাগলা ক্ষ্যাপা। যখন-তখন হরতাল, অবরোধের মতো কর্মসূচি তারা দিয়েই চলেছে লাগাতার মানুষ তা মানুক আর না-ই মানুক। অনেক সময় কি কারণে অবরোধ-হরতাল ডাকা হলো তা-ও স্পষ্ট করতে পারছে না দলটি। এমনও দেখা গেছে, সরকারের সমালোচনা করতে গিয়ে পানি-বিদ্যুতের কষ্টের কথা বলছেন বিএনপিনেত্রী। যেদিন বললেন দেখা গেল সেদিনই সারাদেশে স্মরণকালের সবচে বেশি বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড হয়েছে। কোথাও পাওয়ার আউটেজের ঘটনাই ঘটেনি। কাজে-কথায় হাস্যকর বৈপরিত্যের মধ্য দিয়েই দিকভ্রান্তের মতো হাঁটছে বিএনপি। কি চায় কেন চায় কি তাদের মোক্ষ সেসবের কিছুই খালেদা জিয়ার নিজেরই যেন জানা নেই।
বিএনপির গত কয়েক বছরের রাজনীতির হালহকিকত দেখে এটিকে আর কোনো রাজনৈতিক দল বলেই মনে হয় না। লক্ষ্য-উদ্দেশ্যহীন-মোক্ষহীন-এজন্ডাহীন, দিকচিহ্নহীন এক ঊন-দলে, নামসর্বস্ব দলে পরিণত হয়ে বিএনপি এখন পালহীন নৌকার মতো গতিহারা, দিশেহারা।