বৃষ্টি

23

ঈশিতা চৌধুরি হেনা..

হে গগনবিহারী জল
কোথা তোমার জন্মস্থল..?
কোথা হতে এসেছো ছুটে..?
ধরণীর বুকে তুমি গিয়েছো মিশে।
যুগে যুগে পাষাণদুয়ারে অমৃত সুধা দিয়েছো ফেলে।

তোমারি কারণে ধূসর জগৎ
রংধনু পেয়েছে খুঁজে।
সন্ধ্যার চরণ হতে তিমিরতিথি তুমি নিয়েছো তুলে।

তোমারি কারণে পাখিরাও গেয়েছিল গান
নীল গগনের বুকে জমেছিল মেঘেদের অভিমান।

কিশোরীর কপালে রাখা একটুখানি নীল ছুঁয়ে
তুমি নেমেছিলে কানের পাতার ঝুমকো জোড়া বেয়ে।

জেনেছে হৃদয় তুমি বিধাতার অপরূপ সৃষ্টি
ওগো তোমারি নাম বুঝি বৃষ্টি।