কুলাউড়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে কটুক্তি করায় ৫ জন আটক

20

pic kulaura arested 5 ashamiশাহ আলম শামীম, কুলাউড়া থেকে :
কুলাউড়ায় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানীকর ও অপমানজনক কটূক্তির দায়ে ৫ জনকে আটক করেছে পুলিশ।
২৫ জানুয়ারী রবিবার রাত সাড়ে ১০টার দিকে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান, পুলিশ পরিদর্শক(তদন্ত) আতিকুর রহমানের নেতৃত্বে বিশেষ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।
আটকৃতরা হলেন-ব্রাহ্মনবাজার কোনাগাঁও গ্রামের মানিক মিয়ার ছেলে শাহীন আহমদ (২২), পশ্চিম সিংগুর গ্রামের আবুল কাশেমের ছেলে ইকবাল (১৯), ফেঞ্চুগঞ্জ উপজেলার মকবুল আহমদের ছেলে নজরুল ইসলাম (৩৫), সিলেটের গোলাপগঞ্জ উপজেলার জমির আলীর ছেলে সুয়েজ আহমদ (৩৫) ও রফিক উদ্দিনের ছেলে সুমন আহমদ (২৪)।
কুলাউড়া থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) কাজী শাহেদুল ইসলাম জানান, আটককৃত সুয়েজ আহমদ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান ও প্রধানমন্ত্রীর ছবিতে অশালীন বক্তব্য লিখে। তারপর তারা একে অপরের মোবাইল ফোনে সেটা আদান-প্রদান করে। আসামীরা জাতির জনক ও প্রধানমন্ত্রী সম্পর্কে এ রকম কটুক্তি লেখার ও প্রচার করার প্রমাণ পাওয়া গেছে।
আসামিদের গ্রেফতারের সময় তল্লাশি চালিয়ে দু’টি মোবাইল, দলের চাঁদা দেয়ার রশিদ এবং মৌলভীবাজার জেলা কারাগারে বন্দিদের নামে জমাকৃত টাকা প্রদানের ৩টি রশিদ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানায়, দেশে চলমান হরতালের সমর্থনে জামায়াত-শিবিরের নেতাকর্মীরা পেট্রোল, লোহার রড, বাঁশের লাঠি ও ইটসহ হামলাকারীদের সক্রিয় সদস্য।
এ ব্যাপারে অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান ৫ জনকে আটকের সত্যতা নিশ্চিত করে  জানান, তথ্য প্রযুক্তি ৫৭/২ বিশেষ ক্ষমতা আইনে তাদের বিরুদ্ধে মামলা হয়েছে। গতকাল ২৬ জানুয়ারী সোমবার আদালতের মাধ্যমে আসামীদের জেল হাজতে পাঠানো হয়েছে।