হরতাল-অবরোধ উন্নয়ন কার্যক্রমকে থামিয়ে রাখতে পারবে না -উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি

31

পিন্টু দেবনাথ, কমলগঞ্জ থেকে :
জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেছেন, নাশকতার মাধ্যমে ক্ষমতায় যাওয়ার ষড়যন্ত্র যারাই করুন- তাদের ষড়যন্ত্র কখনো সফল হবে না। দেশে ২০১৯ সালের আগে কোন জাতীয় নির্বাচন হবে না। হরতাল-অবরোধ উন্নয়ন কার্যক্রমকে থামিয়ে রাখতে পারবে না।মানুষকে পুড়িয়ে, গাড়ি জ্বালিয়ে ক্ষমতায় যাওয়া যাবে না। মানুষকে পুড়িয়ে মেরে আন্দোলন চলবে না। যে কোন ধ্বংসাত্মক কার্যক্রম রুখতে আওয়ামীলীগের নেতাকর্মীরা রুখে দাঁড়াতে হবে। বিএনপি নেত্রী খালেদা জিয়ার ছেলের মৃত্যুতে শোকাহত মাকে সান্ত্বনা দিতে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্যবোধ পর্যন্ত দেখানো হলো না, তা অত্যন্ত দু:খজনক। তিনি বলেন, যথাসময়ে ২০১৯ সালে নির্বাচন  হবে। এজন্য সংলাপের প্রয়োজন নেই। উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি গতকাল সোমবার দুপুরে মৌলভীবাজারের কমলগঞ্জে ৩দিনব্যাপী কৃষি প্রযুক্তি মেলা-২০১৫ এর শুভ উদ্বোধন ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) কর্তৃক বাস্তবায়নে প্রায় সাড়ে ৫ কোটি ৪৩ লক্ষ টাকা ব্যয়ে চারতলা বিশিষ্ট কমলগঞ্জ উপজেলা পরিষদ সম্প্রসারিত প্রশাসনিক ভবন ও হলরুম নির্ম্মাণ কাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। এ সময় কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, এলজিইডি’র উপজেলা প্রকৌশলী কিরণ চন্দ্র দেবনাথ, সংশ্লিষ্ট ঠিকাদার মো. ফজলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন
পরে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজী প্রজেক্ট এর আওতায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী অনুষ্ঠানে কমলগঞ্জ ইউএনও মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মো. জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ, মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, জেলা যুবলীগ সভাপতি মো. ফজলুর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার মো. শামসুদ্দিন, কমলগঞ্জ পৌরসভার প্যানেল-১ মো. আনোয়ার হোসেন, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথ প্রমুখ।