ইসলামের নির্দেশিত পথ ছাড়া অন্যত্র শান্তি নেই —আল্লামা তফজ্জুল হক হবিগঞ্জী

55

প্রখ্যাত শায়খুল হাদিস আল্লামা তফজ্জুল হক হবিগঞ্জী বলেছেন, গোটা দুনিয়ায় আজ অশান্তি বিরাজ করছে। বিশেষ করে আমাদের প্রিয় মাতৃভূমিতে অশান্তি আর অশৃঙ্খলার অন্ত নেই। এর একমাত্র কারণ হচ্ছে আমরা ইসলামের নির্দেশিত পথ থেকে ছিটকে পড়েছি। যতদিন না ইসলামের নির্দেশিত পথে আমরা চলতে পারবো, ততদিন পর্যন্ত শান্তি আমরা পাবো না। অতএব আমাদের সবার উচিত কোরআন-সুন্নাহ তথা ইসলামের দিকনির্দেশনা অনুযায়ী ব্যক্তি জীবন থেকে নিয়ে রাষ্ট্রীয় জীবনকে সাজানো। তিনি গতকাল বৃহস্পতিবার নগরীর জামেয়া হাতিমিয়া শিবগঞ্জ মাদরাসার বার্ষিক ওয়াজ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।  শায়খুল হাদীস মাওলানা মুক্বাদ্দাস আলী ও মাওলানা শায়খ জিয়া উদ্দীনের সভাপতিত্বে ও মাদরাসার শিক্ষাসচিব নুর আহমদ কাসেমী ও শিক্ষক মাওলানা শিহাব উদ্দীনের যৌথ পরিচালনায় মাহফিলে অন্যান্যদের মধ্যে বয়ান পেশ করেন মুফতি রশীদুর রহমান ফারুক, মাওলানা সালেহ আহমদ জকিগঞ্জী, মাওলানা মমতাজ উদ্দীন বড়দেশী, মাওলানা তাফাজ্জুল হক আজিজসহ দেশ বরেণ্য উলামায়ে কেরাম।  ওয়াজ মাহফিলে বাদ মাগরিব মাদরাসার বিগত শিক্ষাবর্ষে কৃতি ছাত্রদের মধ্যে পুরস্কার বিতরণ করেন জামেয়ার নির্বাহী মুহতামিম মাওলানা আনওয়ার হোসাইন চৌধুরী। বিজ্ঞপ্তি