মোগলগাঁও ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনকালে পররাষ্ট্র মন্ত্রী ॥ সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে সরকার কাজ করছে

21
মোগলগাঁও ইউনিয়নে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী ফলক উন্মোচন শেষে মোনাজাত করছেন পররাষ্ট্র মন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এমপি।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এমপি বলেছেন, সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে বর্তমান সরকার কাজ করছে। সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নে বিভিন্ন প্রকল্পের উন্নয়নের জন্য সরকার প্রায় ১২ কোটি টাকা অনুদান দিয়েছে। এই টাকা যাতে সঠিকভাবে কাজে লাগে সে ব্যাপারে স্থানীয় জন প্রতিনিধিদের খেয়াল রাখতে হবে।
তিনি আরো বলেন, সতের কাজিরগাঁও হয়ে মোগলগাঁও রাস্তার জন্য ২ লক্ষ ১৬ হাজার টাকা ৭শত টাকা বরাদ্দ হয়েছে। নদী ভাঙ্গনের ৩টি প্রজেক্ট এপ্রুভ হয়েগেছে। এতে ১ শত ২২ লক্ষ টাকা নির্ধারিত হয়েছে। আগামী মাসে আরো ১ শত ৩৪ কোটি টাকার মত বরাদ্দ আসছে। তখন অন্যান্য প্রজেক্ট করে দেওয়ার চেষ্টা করবো।
সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন এসব কথা বলেন।
৩০ আগষ্ট শুক্রবার দুপুরে ইউনিয়ন কমপ্লেক্স মাঠে পশ্চিম সদর উচ্চ বিদ্যালয়ের ভবন সম্প্রসারণের নির্মাণ কাজ ও সৈয়দপুর মাদ্রাসা ভবনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ইউপি চেয়ারম্যান হিরন মিয়ার সভাপতিত্বে আর ইউনিয়ন সচিব নিহারজিৎ পালের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক ও গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক সুজাত আলী রফিক, অতিরিক্ত জেলা প্রশাসক আসলাম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার কাজি মহুয়া মমতাজ, সিটি কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়স সম্পাদক জগদীশ চন্দ্র দাস, জেলা পরিষদের ১নং ওয়ার্ড সদস্য মোহাম্মদ শাহানূর, জেলা বারের এপিপি এডভোকেট নূরে আলম সিরাজী, খাদিমপাড়া ইউপি চেয়ারম্যান এডভোকেট আফছর আহমদ, টুলটিকর ইউপি চেয়ারম্যান আলী হোসেন, মহানগর আওয়ামী লীগ নেতা ফজলুল রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক মকসুদ আহমদ মকসুদ, মোগলগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাদারণ সম্পাদক আশিক মিয়া মেম্বার, কান্দিগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক মুজাহিদ আলী এবং ইউপি সদস্য, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, তাঁতী লীগ, শ্রমিক লীগসহ ইউনিয়নের মুরব্বী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি