সিলেট প্রেসক্লাব-এমসি ফাউন্ডেশন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ফের চালুর উদ্যোগ

1

স্টাফ রিপোর্টার

সিলেট প্রেসক্লাব-এমসি (মহিব চৌধুরী) ফাউন্ডেশন বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ফের চালুর উদ্যোগ নেয়া হয়েছে। এমসি ফাউন্ডেশন অ্যাওয়ার্ডের প্রবর্তক ও লন্ডন বাংলা প্রেসক্লাবের সাবেক সভাপতি মহিব চৌধুরী সম্প্রতি সিলেট প্রেসক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় এ ঘোষণা দেন।
মহিব চৌধুরী জানান, ২০১৮ সালে তিনি সিলেট প্রেসক্লাব সদস্যদের জন্য এ অ্যাওয়ার্ড চালু করেছিলেন। কিন্তু নানা কারণে সেটার ধারাবাহিকতা বজায় থাকেনি। তবে এখন থেকে তিনি এ অ্যাওয়ার্ডের ধারাবাহিকতা বজায় রাখবেন।
সিলেট প্রেসক্লাব সভাপতি ইকরামুল কবির ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে মহিব চৌধুরীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।