সাবেক এমপি আশরাফ আলীর ইন্তেকাল

79

poiiiiiiiiবিশিষ্ট রাজনীতিবিদ, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট-২ আসনের সাবেক এমপি, বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মহম্মদ আশরাফ আলী আর নেই। তিনি গত ২১ জানুয়ারী বুধবার দিবাগত রাত ২টায় নগরীর জালালাবাদ রাগীব-রাবেয়া হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি … রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ১ মেয়ে, আত্মীয়-স্বজন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর প্রথম নামাযে জানাযা অনুষ্ঠিত হয় নগরীর পীর মহল্লাস্থ মরহুমের বাসভবন প্রাঙ্গণে। দ্বিতীয় জানাযা বেলা ২টায় ওসমানী নগরস্থ খাদিমপুর গ্রামের নিজ বাড়ীতে ও তৃতীয় জানাযা বাদ মাগরীব হযরত শাহজালাল মাজার প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পরে মরহুমের লাশ দরগাহ গোরস্থানে দাফন সম্পন্ন করা হয়।
তৃতীয় জানাযা পূর্বে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য মরহুমের লাশ সিলেট মুক্তিযোদ্ধা সংসদে ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হয়। এ সময় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন সিলেটের জেলা প্রশাসক, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পক্ষে, সিলেট প্রেসক্লাব, সিলেট-২ আসনের সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান, সিলেট জেলা প্রেসক্লাব, সিলেট জেলা আওয়ামীলীগ, মহানগর আওয়ামীলীগ, সদর উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রিয় কাউন্সিল, মুক্তিযোদ্ধা সংসদ সিলেট জেলা ইউনিট, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, বঙ্গবন্ধু শিশুকিশোর মেলা সিলেট বিভাগ, জালালাবাদ শ্রমিক কল্যাণ সংস্থা, গণতন্ত্রি পার্টি সিলেট, জাতীয় হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদ, মহানগর ছাত্রলীগ, বঙ্গবন্ধু লেখক পরিষদ সিলেট বিভাগ, সিলেট জেলা যুবলীগ, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন, সম্মিলিত সাংস্কৃতিক জোট, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ সিলেট মহানগর, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি, জাতীয় শ্রমিক লীগ সিলেট জেলা, বঙ্গবীর ওসমানী স্মৃতি সংসদ, সিলেট বিভাগ জনস্বার্থ সংরক্ষণ পরিষদ, মাদক যৌতুক বিরোধী ও সাংস্কৃতিক সংগঠন চিরন্তন ও বৃহত্তর সিলেট গণদাবী পরিষদ কেন্দ্রিয় কমিটি ও সিলেট জেলা কমিটি।Muktijuddha Unit
সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের শ্রদ্ধা নিবেদনের সময় উপস্থিত ছিলেন সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক এমপি আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আশফাক আহমদ, গণতন্ত্রী পার্টির চেয়ারম্যান ব্যারিস্টার আরশ আলী, আরিফ আহমদ, বিশিষ্ট আইনজীবী এডভোকেট আজিজুল মালিক, ওয়ার্কাস পার্টির কেন্দ্রিয় সদস্য কমরেড সিকন্দর আলী, খন্দকার মহসিন, সাবেক কাউন্সিলর আব্দুল খালিক, এডভোকেট মাওলানা আব্দুর রকিব, মুক্তিযোদ্ধা মৃনাল চৌধুরী, মুক্তিযোদ্ধা তুরন মিয়া, এডভোকেট শাহানারা বেগম, গণদাবী পরিষদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট বদরুল ইসলাম জাহাঙ্গীর, জেলা কমিটির সাধারণ সম্পাদক দেওয়ান মতিউর রহমান খান, কবি নুরুদ্দীন রাসেল, চিরন্তন সভাপতি ইকবাল হোসেন আফাজ, মকছুদ আলী তালুকদার, ওয়ার্কার্স পার্টি নেতা আবুল হোসেন, এডভোকেট জয়ন্ত চন্দ্র ধর, কয়েস আহমদ, এম এস এ মাসুম খান, মুক্তিযোদ্ধা মানিক মিয়া, আবুুল কাসেম হেলাল তফাদার, আসাদ উদ্দিন, মুজিবুর রহমান, শফিক আহমদ, সৈয়্যীদ আহমদ বহলুল, শেখ আব্দুল্লাহ বিন বদরী, আব্দুল্লাহ খোকন, শাহজাহান মিয়া, সৈয়দ নজরুল ইসলাম চুনু, ইসমাঈল আলী, আকমল হোসেন সুমন প্রমুখ। এছাড়াও সামাজিক, রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ জানাজায় শরিক হন। জানাযা পূর্ব সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার প্রদান করা হয়। বিজ্ঞপ্তি