বালাগঞ্জে স্কুলের প্লাস্টার ছুটে পড়ে ছাত্র আহত

35

বালাগঞ্জ থেকে সংবাদদাতা:
বালাগঞ্জের রিফাতপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে শিক্ষার্থীরা। গতকাল বুধবার ক্লাস চলাকালীন অবস্থায় ক্লাস রোমের ছাদ থেকে প্লাস্টার খসে পড়ে তৃতীয় শ্রেণীর এক ছাত্র মাথায় আঘাত পেয়ে আহত হয়। আহত ছাত্রের নাম এনামুল হক তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। জানা যায়, ১৯২৩ সালে প্রতিষ্ঠিত স্কুলটিতে ৯১ সালে একটি ভবন নির্মাণ করা হয়। বর্তমানে এই ভবনটি মারত্মক ঝুঁকিপূর্র্ণ ফলে ভয়াবহ দুর্ঘটনার আশংকা রয়েছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। স্কুলে পরিত্যক্ত টয়লেট শ্রেণী কক্ষ ও আসবাবপত্রের সংকটতো আছেই। সমাপনী পরীক্ষায় শতভাগ ফলাফল অর্জনকারী এই স্কুলে সাড়ে তিনশ শিক্ষার্থীর বিপরীতে রয়েছেন চার জন শিক্ষক। প্রাক-প্রাথমিক শ্রেণীর জন্য মাত্র একজন খন্ডকালীন শিক্ষক রয়েছেন। এতে করে ব্যাহত হচ্ছে পাঠদান ব্যবস্থা। স্কুলের প্রধান শিক্ষক আশীষ দাস ও পরিচালনা কমিটির সভাপতি আমীর আলী বলেন, পর্যাপ্ত ক্লাস রোম ও আসবাব পত্রের অভাবে এক সাথে ক্লাসের সকল শিক্ষার্থীকে নিয়ে পাঠদান করানো সম্ভব হয় না। এর মধ্যে অভিভাবকরা থাকেন উদ্বিগ্ন কারণ ঝুঁকিপূর্ণ ভবন যে কোন সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। বালাগঞ্জ উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার রায় স্কুলের ঝুঁকিপূর্ণ ভবনের কথা স্বীকার করে বলেন, ছাত্র আহত খবরটি প্রধান শিক্ষক আমাকে ফোন করে জানিয়েছেন।