অবরোধের ১৩ দিন ॥ গ্রীণ লাইনে ককটেল বিস্ফোরণ, ট্রাকে অগ্নিসংযোগ ও বাস ভাংচুর

30

DSC_2203স্টাফ রিপোর্টার  :
বিএনপি’র ডাকা অবরোধের ১৩ দিনে চোরাগুপ্তা হামলায় দক্ষিণ সুরমায় ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গ্রীণ লাইন কাউন্টার, বাস ভাংচুর ও চৌকিদেখীতে ট্রাকে অগ্নিসংযোগ চালিয়েছে দুর্বৃত্তরা। গতকাল রবিবার রাত ১০টার পর পৃথকভাবে এ চোরাগুপ্তা হামলার ঘটনা ঘটে। এ সময় আইন শৃংখলা বাহিনীর সদস্যরা ধাওয়া করে গুলিবর্ষণ চালালে দুর্বৃত্তরা পালিয়ে যায়।
সূত্র জানায়, গতকাল রবিবার রাত সাড়ে ১০ টার দিকে হুমায়ুন রশীদ চত্বর সংলগ্ন গ্রীণ লাইন বাস কাউন্টারের সামনে একদল দুর্বৃত্ত কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতংক সৃষ্টি করে। এ সময় দুর্বৃত্তরা গ্রীন লাইন কাউন্টার ও ২টি গ্রীণ লাইন বাস ভাংচুর করে। এতে প্রায় ২/৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়। পরে আইন শৃংখলা বাহিনী ঘটনাস্থলে ছুটে গিয়ে দুর্বৃত্তদের ধাওয়া দিয়ে প্রায় ১৭ রাউন্ড গুলিবর্ষণ করে। তখন দুর্বৃত্তরা ছত্রভঙ্গ হয়ে পালিয়ে যায়।
এদিকে, গতকাল রাত সোয়া ১০ টার দিকে চৌকিদেখী এলাকায় একদল দুর্বৃত্ত একটি মালবাহি ট্রাকে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় আগুন নেভিয়ে ফেলা হয়। তবে ট্রাকের খুব বেশী একটা ক্ষতি হয়নি বলে স্থানীয় সুত্রে জানা গেছে। পৃথক দু’টি ঘটনায় লোকজনের কোন ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি।