টোকাই শিশু

339

এইচ এম কবির আহমেদ

রাস্তা-ঘাটে হাট-বাজারে
ভাঙা চুড়া খোঁজে,
যেথায় নামে রাতের আঁধার
সেথায় মাথা গুজে।

দুঃখ ভরা জীবন নিয়ে
আঁধার পথে চলে,
জীবন তরী ভাসছে তাদের
ড্রেনের পঁচা জলে।

সবাই তাদের টোকাই বলে
দুঃখ তাদের অনেক,
অবহেলায় পাশ কেটে যায়
দেয় না সাড়া বিবেক।

একটু-খানি তাদের মাথায়
বুলাই যদি হাত,
ফুটবে মুখে হাসির ঝিলিক
হইবে সুখে কাত।