এম এ রহমান

9

একমুঠো মাটি চাই :

পতনের শব্দ শুনি-
গোধূলি সমুদ্রে শেষ আলোরেখা মুছে গেলে
তখন আঁধার রেণু যাযাবর হতাশার জরায়ুতে
অঙ্কুরিত করে বেদনাকে; নিশাচর জোনাকির মতো-
সারারাত্রি উড়ে চেতনে-অবচেতনে ; আর
অনুভূতির শিরা-উপশিরায় হেমলক বিষে নীল হয়
যাপিত জীবনের উচ্ছল সময়ের প্রতিটি শান্তির ঢেউ।
মাটিগুলো রূপান্তরিত শিলায়-
সবুজ হাসিকে ভুলে অট্টালিকা ঠোঁটে রাখে মেকি হাসি।

হৃদয় মহাসড়ক ঢেকে যায় ইট,বালু ও সিমেন্টে
নাগরিক যোগাযোগে বাড়ে জীন্দা লাশের আয়ু
এই বেশ বেঁচে আছি-বলে উঠে মহাকাল।আহা!
মানুষেরা মরে যায়! বেঁচে থাকে তাদের শরীর।

একমুঠো মাটি চাই-
আগামীর পৃথিবীতে প্রকৃতিকে রোপন করব
মানবতা কোলাহলে ঘুম ভেঙ্গে হবে ভোর;আর
ভালোবাসার সোনালি রোদে বেড়ে উঠবে ভবিতব্য।