কুলাউড়ার ষ্টেশন মাষ্টার সাসপেন্ড

36

কুলাউড়া থেকে সংবাদদাতা :
কুলাউড়ায় উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭টি বগি লাইনচ্যুতের  ঘটনায় কর্তব্যে  অবহেলার কারণে এক প্রকৌশলীকে সাসপেন্ডের পর এবার সাময়িক সাসপেন্ড করা হলো কুলাউড়া রেলওয়ে জংশন ষ্টেশনের মাষ্টার মীর্জা সামছুল আলমকে। রেলওয়ের চীফ অপারেটিং ম্যানেজার মিয়া জাহান গতকাল এক বার্তায় কুলাউড়া ষ্টেশন মাষ্টারকে সাময়িক সাসপেন্ড করেন বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। এর পূর্বে শ্রীমঙ্গলের ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী আলী আযনকে সাসপেন্ড করা হয়েছিল।
রেলওয়ের ঊর্ধ্বতন এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে কুলাউড়া ষ্টেশন মাষ্টার মীর্জা সামছুল আলমকে সাময়িক সাসপেন্ডের সত্যতা নিশ্চিত করেন।
মীর্জা সামছুল আলম কুলাউড়া ষ্টেশনে মাস খানেক পূর্বে ব্রাহ্মণবাড়িয়া থেকে বদলী হয়ে কুলাউড়া আসেন।
উল্লেখ্য, ৭ জানুয়ারী বুধবার রাত ৩ টায় কুলাউড়া-আখাউড়া রেল লাইনের কুলাউড়ার টিলাগাঁও-মনু ষ্টেশনের মাঝামাঝি ইছবপুর নামক স্থানে সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী আন্ত:নগর উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ ৭ বগি লাইন চ্যুত হয়। এতে আহত হন অর্ধশতাধিক যাত্রী। দুর্ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত ট্রেনের সিডিউল বিপর্যয় কাটেনি।