দিরাই উপজেলা ভাইস চেয়ারম্যান সহ গ্রেফতার ২

48

দিরাই থেকে সংবাদদাতা :
বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে অবরোধ পালন কালে সুনামগঞ্জের দিরাইয়ে সুনামগঞ্জ জেলা জাতীয়পার্টি নেতা জামিল চৌধুরীর গাড়ি পিকেটাররা গতিরোধ করায় দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, দিরাই উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক গোলাপ মিয়া ও উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে গ্রেফতার করেছে দিরাই থানা পুলিশ।
জানা যায়, বৃহস্পতিবার ভোররাত থেকে দিরাই মদনপুর রাস্তায় পিকেটিং শুরু করে দিরাই উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। সকাল ৮টার দিকে সুনামগঞ্জ জেলা জাতীয় পার্টির নেতা জামিল চৌধুরী ব্যক্তিগত গাড়িনিয়ে দিরাই উপজেলা সদরে প্রবেশ করতে চাইলে অবরোধকারীরা তাকে গাড়ি রেখে শহরের প্রবেশের অনুরোধ জানায়। জামিল চৌধুরী ক্ষিপ্ত হয়ে বিষয়টি পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানালে সাথে সাথে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বায়েছ আলম দিরাই-মদনপুর রাস্তার আনোয়ারপুর গিয়ে পিকেটারদের গাড়ি ছাড়তে বলেন। ওসির অনুরোধে গাড়ি ছেড়ে দেওয়ার কিছুক্ষনের মধ্যে এএসপি দিরাই সার্কেলের নেতৃত্বে পুলিশ আনোয়ারপুর গিয়ে পিকেটারদের উপর এলোপাথাড়ি লাঠিচার্জ শুরু করে। সেখান থেকে দিরাই উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাপ মিয়া ও দিরাই উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুল ইসলামকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
এ ব্যাপারে দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ বায়েছ আলম বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে কোন মামলা হয়নি। সন্ধ্যার দিকে মামলা দায়ের করা হবে। এখানে গ্রেফতারকৃতদের রাখলে ঝামেলা হতেপারে তাই তাদের সুনামগঞ্জে চালান করা হয়েছে।