বালাগঞ্জে খসড়া ভোটার তালিকা প্রকাশ

104

বালাগঞ্জ থেকে সংবাদদাতা :
বালাগঞ্জ উপজেলায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে এবং হালনাগাদের চূড়ান্ত ভোটার তালিকা ৩১ জানুয়ারী প্রকাশ করা বলে উপজেলা নির্বাচন অফিস জানিয়েছে। পাশাপাশি খসড়া ভোটার তালিকায় নাম সংশোধনী বা কারও কোন আপত্তি থাকলে উপজেলা নির্বাচন অফিসে সরাসরি যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে। উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ২ জানুয়ারী খসড়া ভোটার তালিকা প্রকাশের পর বিভিন্ন ত্র“টি সংশোধনী করার জন্য আবেদনের শেষ তারিখ ১৭ জানুয়ারী এবং সংশোধনীর আবেদন নিষ্পত্তির শেষ তারিখ ২২ জানুয়ারীর মধ্যে। তাছাড়া কারও কোন দাবী বা আপত্তি থাকলে তা সংশোধন সন্নিবেশনের শেষ তারিখ ২৭ জানুয়ারী। বালাগঞ্জ উপজেলায় ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমের ২য় পর্যায়ে মোট ১০হাজার ৭শ ৬৪ জন নতুন ভোটার হালনাগাদ তালিকায়  অন্তর্ভুুক্ত হয়েছেন। এর মধ্যে ৬হাজার ৪শ ৭৬জন পুরুষ এবং ৪হাজার ২শ ৯২ জন মহিলা রয়েছেন। উপজেলায় মোট কর্তন হওয়া বা বাদ পড়া ভোটার ৯২৭জন এবং স্থানান্তরিত ভোটার সংখ্যা ৪১২জন। উপজেলায় হালনাগাদের হার ৫.৭৬। গত বছরের ১৫জুন থেকে ২৪ জুন তথ্য সংগ্রহ এবং ২১ জুলাই থেকে ১৭ আগষ্ট পর্যন্ত ছবি তুলার কাজ শেষ হয়। ১ লক্ষ ৮৭ হাজার ১৫জন পুরাতন ভোটার এবং হালনাগাদ ভোটার সহ উপজেলায় মোট ভোটার সংখ্যা হবে ১ লক্ষ ৯৭ হাজার ৭শ ৭৯জন। গত বারের হালনাগাদ ভোটারের তুলনায় এবার নতুন ভোটার সংখ্যা কম হওয়ার বিষয়ে উপজেলা নির্বাচন অফিসের কর্মকর্তারা বলেন, প্রতি দুই হাজার ভোটারের বিপরীতে এক জন করে তথ্য সংগ্রহকারী ছিলেন। এমনকি বৃষ্টিপাত ও প্রাকৃতিক দুর্যোগের কারণে সুষ্ঠুভাবে হালনাগাদ কাজ করা সম্ভব হয়নি। স্থানীয়দের অভিযোগ তথ্য সংগ্রহকারীদের অনিয়মও অবহেলার কারণে অনেকে কম বয়সে ভোটার হয়েছেন আবার প্রাপ্ত বয়সের ভোটাররা বাদ পড়েছেন।