সিলেটে চার জেলায় ২৪ ঘণ্টায় ৩৮১ জন হোম কোয়ারেন্টিনে

6

স্টাফ রিপোর্টার :
সিলেটে গত ২৪ ঘণ্টায় ৩৮১ জনকে হোম কোয়ারেন্টিনের আওতায় আনা হয়েছে। এরমধ্যে সিলেটে ৯৫ জন, সুনামগঞ্জে ২২০ জন, হবিগঞ্জে ৩২ জন এবং মৌলভীবাজারে ৩৪ জন। একইদিনে কোয়ারেন্টি থেকে ছাড়পত্র পেয়েছেন ১৮৭ জন।
রবিবার (২৬ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, বর্তমানে সিলেট বিভাগে মোট হোম কোয়ারেন্টিনে রয়েছেন ৩২৮০ জন। এরমধ্যে সিলেটে ৩৫৮ জন, সুনামগঞ্জে ১ হাজার ৪০৮ জন, হবিগঞ্জে ১ হাজার ৬২ জন ও মৌলভীবাজারে ৪৫২ জন। আর নতুন করে ছাড়পত্র পাওয়াদের মধ্যে সিলেটের ৮ জন, সুনামগঞ্জের ১০৭ জন, হবিগঞ্জের ৪১ জন ও মৌলভীবাজারের ৩১ জন রয়েছেন।
সিলেট বিভাগে ১০ মার্চ থেকে এখন পর্যন্ত কোয়ারেন্টিনরত ৮ হাজার ৫৯৩ জনের মধ্যে ৫ হাজার ৩১৩ জন ছাড়পত্র পেয়েছেন। এরমধ্যে সিলেটে ৯৩৬ জন, সুনামগঞ্জে ২ হাজার ১৫১ জন, হবিগঞ্জে ১ হাজার ১৪৭ জন এবং মৌলভীবাজারে ১ হাজার ৭৯ জন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট কার্যালয়ের তথ্যমতে, সিলেটে কোভিড-১৯ রোগীর সংখ্যা ৭৯ জন। এরমধ্যে সিলেটে ১৩ জন, সুনামগঞ্জে ১৪ জন, হবিগঞ্জে ৪৭ জন এবং মৌলভীবাজারে ৫ জন। মারা গেছেন ৩ জন।