সাজিয়া ইসলাম দিবা

18

দেখা হবে বসন্তে :

কতদিন লিখি না কবিতা,
শীতের কুয়াশায় ঢাকা পরেছে সবটা,
জমেছে আমার কলমের কালি,
মন ও জমেছে তেমনি,
ঘনমেঘে আছন্ন আমার আকাশ,
কবে আসবে বাসন্তী হাওয়া,
ফুলে ফুলে ভরে যাবে চতুরদোলা,
শরতের শিউলী কাশে,
মিষ্টি মধুর আবেশে,
অনুরাগী লাল পলাশে,
জড়িয়েছ মোরো ভালবেসে,
থাকলে না শীতে শর্ষে ফুলে ভ্রমর হয়ে,
আসছে তো আবার বসন্ত,
ভুলো না আমায় দিগন্ত,
কৃষ্ণচুড়া আর রাধা চুড়ায়,
হারাবো তোমায় নিয়ে আজানায়,
বসন্তেই দেখা হবে আমাদের,
আর দেরি নয় বলবো কাছে ডেকে,
আমি যে ভীষণ ভালোবাসি তোমাকে…।