জেলা জমিয়তের সেমিনারে মাওলানা নদভী ॥ শায়খুল হিন্দের সংগ্রামী অবদান ইতিহাসের অমূল্য সম্পদ

183

DSC_0941শায়খুল হিন্দ মাওলানা মাহমুদ হাসান (রহ:) জীবন ও কর্ম শীর্ষক সেমিনারে প্রধান আলোচক ছিলেন, দৈনিক ইনকিলাবের সিনিয়র সহকারী সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। প্রধান আলোচক তাঁর বক্তব্যে উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনে, শায়খুল হিন্দ ও উলামায়ে দেওবন্দের বিপ্লবী অবদানের কথা স্মরণ করিয়ে বলেন, মাওলানা মাহমুদ হাসান ও মাওলানা হোসাইন আহমদ মাদানীর আমাদের অস্তিত্বের গৌরব। তাদের সংগ্রামী অবদান ইতিহাসের অমূল্য সম্পদ। তিনি মাওলানা মাদানীর সিলেটের সাথে ঐতিহাসিক সম্পর্ক ও বৃটিশ বিরোধী আন্দোলনে তাদের আত্মত্যাগের কথা উল্লেখ করে অশ্র“সিক্ত হয়ে যান। তিনি আরো বলেন, মনিষীদের দৃষ্টিতে শায়খুল হিন্দ (র.) মাওলানা রশীদ আহমদ গাঙ্গুহী (র.) তাঁকে বলতেন ইলমের বোঝকা। হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী (র.) বলতেন শায়খুল আলম। মাওলানা হুসাইন আহমদ মদনী (র.) বলতেন শায়খুল হিন্দ ছিলেন শরীয়ত ও তরিকতের অনুকুল সমুদ্র এবং মাওলানা আশিকে এলাহীর মতে শায়খুল হিন্দ ছিলেন শরীয়ত ও তরিকতের রাজা।
সিলেট জেলা জমিয়তের সভাপতি মাওলানা শায়খ জিয়া উদ্দিন এর সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা নজরুল ইসলাম এর পরিচালনায় গত ১ জানুয়ারী বৃহস্পতিবার বিকেলে নগরীর একটি কমিউনিটি সেন্টারে জমিয়তে উলামায়ে ইসলাম সিলেট জেলা শাখার উদ্যোগে শায়খুল হিন্দ মাহমুদ হাসান (র:) জীবন ও কর্ম শীর্ষক এক সেমিনার অনুষ্ঠিত হয়। সভাপতির বক্তব্য রাখেন মাওলানা শায়খ জিয়া উদ্দিন।
সেমিনারে আলোচনা পেশ করেন ইকরা ইসলামী টিভি’র ভাষ্যকার মাওলানা ফয়জুল হক আব্দুল আজিজ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা জমিয়তের সহ-সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক কাসেমী। সেমিনারে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব, সাবেক এমপি এডভোকেট মাওলানা শাহীনুর পাশা চৌধুরী, কেন্দ্রীয় প্রচার সম্পাদক মাওলানা ওলিউল্লাহ আরমান, সাহিত্য সম্পাদক মাওলানা ফয়যুল হাসান খাদিমানী, ইমাম ট্রেনিং একাডেমী সিলেটের উপ-পরিচালক শাহ নজরুল ইসলাম, জেলা জমিয়তের সহ-সভাপতি মাওলানা খলিলুর রহমান, মহানগর জমিয়তের সহ-সভাপতি মাওলানা খয়রুল হোসাইন, মাওলানা খলিলুর রহমান, হাফিজ সৈয়দ শামীম আহমদ, জেলা জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা শায়খ আতাউর রহমান, যুগ্ম সম্পাদক মাওলানা আসরারুল হক, মাওলানা নূর আহমদ কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন, মহানগর জমিয়তের যুগ্ম সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মাওলানা আলী নূর, জেলা জমিয়তের প্রচার সম্পাদক মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা তৈয়্যীবুর রহমান চৌধুরী, বিয়ানীবাজার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মুফতী শিব্বির আহমদ, জেলা জমিয়তের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, রোটারিয়ান মুহাম্মদ আলী, মাওলানা সৈয়দ সলিম কাসেমী, জমিয়ত নেতা মাওলানা এহতেশামুল হক কাসেমী, মাওলানা লুৎফুর রহমান, মাওলানা মতিউর রহমান, মাওলানা শামসুল হক, মাওলানা আব্দুল খালিক কাসেমী, মাওলানা মাহফুজ আহমদ, হাফিজ আব্দুস সামাদ, মাওলানা কবির আহমদ, মাওলানা ফয়সল আহমদ, মাওলানা সালেহ আহমদ শাহবাগী, মাওলানা রুহুল আমীন নগরী, মাওলানা আরশাদ নোমান, মাওলানা আব্দুল হামিদ খান, মাওলানা আশিকুর রহমান প্রমুখ। বিজ্ঞপ্তি