সুনামগঞ্জ বিজিবি’র ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

33

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বর্ণাঢ্য আয়োজনের মধ্যদিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুনামগঞ্জ ব্যাটালিয়ন-৮ এর ৫৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। গতকাল ১৫ ডিসেম্বর সোমবার দুপুর দেড়টায় বিজিবি সম্মেলন কক্ষ সংলগ্ন মাঠে কেক কাটার মধ্যদিয়ে উক্ত কর্মসূচির উদ্বোধন করেন সিলেট বিভাগীয় সেক্টর কমান্ডার কর্ণেল মো. জামাল মাহমুদ সিদ্দিক। এ সময় উপস্থিত ছিলেন, জেলা প্রশাসক শেখ রফিকুল ইসলাম, জেলা পুলিশ সুপার মোহাম্মদ হারুন অর-রশিদ, পৌর মেয়র আইয়ুব বখত জগলুল, সিলেট বিজিবি ব্যাটালিয়ন-৫ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল সৈয়দ মাজহারুল ইসলাম, সুনামগঞ্জ বিজিবি ব্যাটালিয়ন-৮ এর কমান্ডিং অফিসার লে. কর্ণেল মোহাম্মদ গোলাম মহিউদ্দিন খন্দকার, উপ-অধিনায়ক মেজর মো. কামরুজ্জামান. র‌্যাব-৯ ক্রাইম প্রিভেনশন কোম্পানি (সিপিসি-৩) সুনামগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার মেজর আব্দুল্লাহ আল-মামুন প্রমুখ। এছাড়া জেলার প্রত্যেক বিজিবি ক্যাম্পে দায়িত্বরত প্রধান কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন পোর্টালে কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন। পরে এক মধ্যহ্নভোজের আয়োজন করা হয়। এদিকে দিনভর নানা কর্মসূচির পর রাতে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে স্থানীয়, আঞ্চলিক ও জাতীয় পর্যায়ের শিল্পীবৃন্দ গান পরিবেশন করবেন বলে বিজিবি সূত্র জানিয়েছে।