বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্ততকারক সমিতির মতবিনিময় ॥ ব্যবসায়ীরা হচ্ছেন সরকারের অর্থনৈতিক উন্নয়নের চালিকা শক্তি

29
বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারী প্রস্তুতকারক সমিতি সিলেট জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন সমিতির কেন্দ্রীয় সভাপতি জালাল উদ্দিন সিআইপি।

বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্ততকারক সমিতি’র কেন্দ্রীয় সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক পরিচালক জালাল উদ্দিন সিআইপি বলেছেন ব্যবসায়ীরা হচ্ছেন সরকারের অর্থনৈতিক উন্নয়নের বড় চালিকা শক্তি। শিল্প কারখানা স্থাপনের মাধ্যমে ব্যবসা পরিচালনা করলে নিজেরা যেমন লাভবান হওয়া যায় তেমনি দেশে কর্মসংস্থান তৈরি সহ সমাজ উন্নয়নে উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করা যায়। তিনি নিজেদের উন্নয়ন তথা সমাজের উন্নয়নে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান। বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্ততকারক সমিতি সিলেট জেলা কমিটি গঠন উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
নগরীর একটি হোটেলে বাংলাদেশ ব্রেড বিস্কুট ও কনফেকশনারি প্রস্ততকারক সমিতি সিলেট জেলা কমিটি গঠন উপলক্ষে সিলেট জেলার সভাপতি ছালেহ আহমদ চৌধুরীর সভাপতিত্বে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। জেলার সেক্রেটারি সোহাদ রব চৌধুরীর পরিচালনায় কেন্দ্রীয় সেক্রেটারী রেজাউল হক রিজু, সিলেট চেম্বার অব কর্মাস এন্ড ইন্ড্রাস্টির ডাইরেক্টর আলীমূল এহসান চৌধুরী, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মির্জা শাহাদাত হোসেন, সাংগঠনিক সম্পাদক হাজী শহিদুল ইসলাম, কেন্দ্রীয় আন্তঃজেলা সম্পাদক শাহ আলম।
ব্যবসায়ী ফজলুল হকের কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সমিতির সহ সভাপতি দৈনিক একাত্তরের কথা’র নিবাহী সম্পাদক মঈন উদ্দিন,মিস্টি মালিক সমিতির কেন্দ্রীয় সহ সভাপতি নুরুল আলম,সিলেট জেলা সেক্রেটারী জালাল উদ্দিন, এডভোকেট মাজাহারুল হক লিটন, আনোয়ার হোসেন, আব্দুল মুমিন মজুমদার, রিয়াজ আহমদ চৌধুরী, ইমাম হোসাইন, ছাইফুল ইসলাম, মুমিনুল ইসলাম, উজ্জ্বল মিয়া, মো জহিরুল হক, রাশেদুল ইসলাম, আব্দুল জলিল, মাহফুজ আলম, শহিদুল ইসলাম, কামাল উদ্দিন, আলম মিয়া, মুজিবুল হক চৌধুরী, ইকবাল চৌধুরী, আকছারুজ্জামান চৌধুরী. মো তছলিম উদ্দিন, মো ফারুক উদ্দিন, মাসুদ রানা, ফরিদ উদ্দিন আহমদ, নাবিল এনাম চৌধুরী, ফখরুল আলম চৌধুরী, ছায়ি উদ্দিন চৌধুরী,হারুনুর রশিদ, করিমুল্লা হেলাল, মো নিজাম মনজুরুল আলম প্রমুখ। অনুষ্ঠানে মোনাজাত পরিচালনা করেন বিসিক শিল্প মালিক সমিতির সভাপতি কাজী ময়নুল ইসলাম। মতবিনিময় সভা শেষে ছালেহ আহমদ চৌধুরীকে আহবায়ক ও সোহাদ রব চৌধুরীকে সদস্য সচিব করে নতুন আহবায়ক কমিটি গঠন করা হয়।কমিটির যুগ্ম আহবায়ক হলেন নজরুল ইসলাম বাবুল, হাম্মাদ রব চৌধুরী, মঈন উদ্দিন, শামীম আহমদ, কাজী মঈনুল ইসলাম, মোঃ ফজলুল হক, নুরুল ইসলাম সুমন, আকছারুজ্জামান চৌধুরী, করিমুল্লাহ হেলাল, সদস্যরা হলেন রিয়াদ আহমদ চৌধুরী, আজিজ আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি