প্রভুপাদ রাধারমণ গোস্বামীর শততম জন্মতিথি উপলক্ষে দু’দিন ব্যাপী উৎসব ৫ ডিসেম্বর থেকে শুরু

60

১০৮ শ্রীশ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামীর ১শ’তম আবির্ভাব উৎসব উপলক্ষে সাহেব বাজার আলাইবহরস্থ শ্রীশ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামীর শ্রীমন্দিরে দু’দিন ব্যাপী নানা কর্মসূচী গ্রহণ করা হয়েছে। আগামী ৫ ও ৬ ডিসেম্বর অনুষ্ঠিতব্য কর্মসূচীর মধ্যে রয়েছে, ৫ ডিসেম্বর বিকেল ৪টায় শ্রীমদ্ভাগবত পাঠ, রাত ৮টায় শুভ অধিবাস। ৬ ডিসেম্বর ভোর ৪টায় মঙ্গল কীর্তন, এরপরে বাল্যলীলা, শ্রীশ্রী প্রভুপাদ রাধারমণ গোস্বামীর জীবন লীলা, ভোগারতি, মধ্যাহৃ কীর্তন, অপরাহৃ কীর্তন। বেলা ১টা থেকে মহাপ্রসাদ বিতরণ।
দু’দিনব্যাপী উৎসবে সকল ভক্ত পুণ্যার্থীদের উপস্থিত থাকার জন্য মন্দির পরিচালনা কমিটির পক্ষ থেকে দেবব্রত গোস্বামী, এডভোকেট ভুপেশ রঞ্জন চন্দ, অরুণ চক্রবর্তী, নিবারণ পাত্র, নিপেন্দ্র পাত্র, শক্তি পাত্র, সুশেন পাত্র অনুরোধ জানিয়েছেন। বিজ্ঞপ্তি