মাধবপুরে ৪ মাদক পাচারকারীর কারাদন্ড

5

মাধবপুর থেকে সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে ৪ মাদক পাচারকারীকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমান আদালত। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলা নিবার্হী কর্মকর্তা তাসনুভা নাশতারান ও মাধবপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার এ রায় প্রদান করেন।
সহকারী কমিশনার (ভূমি) আয়েশা আক্তার জানান, ২ কেজি ভারতীয় গাঁজাসহ উপজেলার দেবনগর গ্রামের মুখলেছুর রহমানের ছেলে মো. এনামুল হক (২২) ও একই উপজেলার গোবিন্দপুর গ্রামের আব্দুল হকের ছেলে মো. হেলাল মিয়া (৩০) কে পুলিশ কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) মুর্শেদ আলম গ্রেফতার করে। পরে ভ্রাম্যমান আদালত বসিয়ে ২ পাচারকারী কে ৬ মাস করে কারাদন্ড দেওয়া হয়।
অপরদিকে তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) গোলাম মোস্তফা ১৬ পিচ ফেন্সিডিলসহ কিশোরগঞ্জ জেলার বাজিতপুর পৌর শহরের সুফি উদ্দিনের ছেলে মেহেদী হাসান (৩২) ও একই এলাকার সফিক উদ্দিনের ছেলে মাহমুদুল হাসান কে গ্রেফতার করে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসনূভা নাশতারান ২ জন কে ৩ মাস করে কারাদন্ড দেন।