জগন্নাথপুরে সংঘর্ষের ঘটনায় এক পক্ষের মামলা দায়ের, আটক ৯

33

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর উপজেলার শ্রীধরপাশা গ্রামে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ সহ ৭০ জন আহত হওয়ার ঘটনায় এক পক্ষের থানায় মামলা দায়ের হয়েছে এবং ৯ জনকে আটক করেছে পুলিশ।
জানা গেছে, শনিবার রাতে ও রবিবার দিনে পুলিশ পৃথক অভিযান চালিয়ে এ সংঘর্ষে জড়িত থাকার দায়ে মোট ৯ জনকে আটক করেছে। আটককৃতরা হচ্ছেন, শ্রীধরপাশা গ্রামের মৃত আফিজ আলীর ছেলে জুনেদ মিয়া, মৃত সমসু মিয়ার ছেলে সাজন মিয়া, মৃত আছদ্দর আলীর ছেলে আবুল মিয়া, মুক্তার আলীর ছেলে স্বপন মিয়া, মৃত করিম বক্সের ছেলে তাহের আলম, মৃত জমশেদ আলীর ছেলে সাবিদ নুর, মৃত আবদুর রাজ্জাকের ছেলে আজাদ মিয়া, মৃত আবদুল মালিকের ছেলে আবদুল ওয়াহিদ ও মৃত আবদুল হাসিমের ছেলে সাহাদ মিয়া। আটককৃতদের সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় আ’লীগ নেতা আবদুল মালিক পক্ষের আবুল খয়ের বাদী হয়ে ৩৮ জনকে আসামি করে জগন্নাথপুর থানায় মামলা দায়ের করলেও জাবেদ আলম কোরেশীর পক্ষে এখনো কোন মামলা হয়নি।
প্রসঙ্গত-শনিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা গ্রামে মাদ্রাসার জমি নিলাম দেয়া নিয়ে আ’লীগ নেতা আবদুল মালিক পক্ষের ফয়সল মিয়া ও বিএনপি নেতা জাবেদ আলম কোরেশীর লোকজনের মধ্যে সংঘর্ষে গুলিবিদ্ধ সহ মোট ৭০ জন আহত হওয়ার ঘটনা ঘটে।