বালাগঞ্জ ডিগ্রী কলেজে এক ছাত্রের হাতে অপর ছাত্র ছুরিকাহত

30

বালাগঞ্জ থেকে সংবাদদাতা :
বালাগঞ্জ ডিগ্রী কলেজে দ্বাদশ শ্রেণীর এক ছাত্রের ছুরির আঘাতে অপর ছাত্র আহত হয়েছে। গতকাল বেলা দেড়টার দিকে কলেজ প্রাঙ্গণে এ ঘটনাটি ঘটে। আহত ছাত্রের নাম মো. আল আমিন তার বাড়ী উপজেলার ইলাশপুর গ্রামে। সে উপজেলা আওয়ালীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক  এম এ মালেকের ছেলে। কলেজ সূত্রে জানা গেছে, আধিপত্য বিস্তার ও পূর্ব বিরোধিতার জের ধরে কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ছাত্রদল কর্মী রিপু মিয়া, ছাত্রলীগ কর্মী ছালামিন ও আল আমিনের মধ্যে মনোমালিন্য ছিল। গত শনিবার সিনিয়র ছাত্র নেতাদের উপস্থিতিতে তাদের মধ্যকার বিরোধ ও মনোমালিন্য নিষ্পত্তি করে দেয়া হয়। এরই জের ধরে গতকাল রবিবার কলেজ চালাকালিন সময়ে ছাত্রদল কর্মী রিপু মিয়া কলেজের ভিতরে আল আমিনকে একা পেয়ে উরুতে ছুরি দিয়ে আঘাত করে। কলেজের অন্যান্য শিক্ষার্থীরা আল আমিনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক আল আমিনের অবস্থার অবনতি দেখে তাকে দ্রুত সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। কলেজ ছাত্র রিপু মিয়া উপজেলার মুসলিমাবাদ (ডেকাপুর) গ্রামের শেখ ইসলামের ছেলে। এ ঘটনায় কলেজ শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। সাথে সাথে কলেজ এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যক্ষ লিয়াকত শাহ ফরিদী বলেন, রিপু মিয়াকে কলেজ থেকে সাময়িক ভাবে বরখাস্ত করা হয়েছে এবং পূর্ণাঙ্গ ভাবে বরখাস্ত করার ব্যাপারে তাকে কারণদর্শানোর নোটিশ দেয়া হয়েছে। বালাগঞ্জ থানার ওসি অকিল উদ্দিন আহমদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, কলেজে ছাত্রদের মধ্যে মারামারির কথা শুনার পরেই আমি ঘটনাস্থলে যাই এবং কলেজ এলাকায় পুলিশ মোতায়েন করি। এ ঘটনায় শেষ খবর পাওয়া পর্যন্ত মামলার প্রস্তুতি চলছে।