শ্রমিক কল্যাণ ফেডারেশন মহানগরীর দায়িত্বশীল বৈঠক ॥ অবিলম্বে শ্রমিক নেতা হাফিজ হাই হারুন সহ সকল শ্রমিক নেতাদের মুক্তি দিন

80

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর নেতৃবৃন্দ বলেছেন, ইসলামী আন্দোলনের কর্মীরা যুগে যুগে নির্যাতিত-নিপীড়িত, জেল-জুলুম, অত্যাচার সহ বিভিন্ন ষড়যন্ত্রের শিকার হয়েছেন। জালিমরা সব সময় ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্যাতন-নিপীড়নের মাধ্যমে দমিয়ে রাখতে চায়। তার ধারাবাহিকতায় বর্তমান সরকারও দেশপ্রেমিক দ্বীনদার, ঈমানদার আল্লাহপ্রীতি মানুষদেরকে জেল-জুলুম, হত্যার মাধ্যমে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলন বন্ধ করার ষড়যন্ত্র করছে। শ্রমিক কল্যাণ ফেডারেশনের একজন নেতাকর্মী থাকতে এ ধরনের ষড়যন্ত্র বাস্তবায়ন করতে দেয়া হবে না। অবিলম্বে শ্রমিক নেতা হাফিজ আব্দুল হাই হারুন, ফখরুল ইসলাম ও শাহজাহান আলীকে মুক্তি দিতে হবে।
গতকাল শনিবার শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট মহানগরীর দায়িত্বশীল বৈঠক থেকে এ আহবান জানানো হয়। ভারপ্রাপ্ত সভাপতি ফারুকুজ্জামান খানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক এডভোকেট জামিল আহমদ রাজুর পরিচালনায় বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক নেতা বিশিষ্ট আইনজীবি এডভোকেট আব্দুর রব। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সাধারণ সম্পাদক আতিকুর রহমান, কফিল উদ্দিন আলমগীর, কোষাধ্যক্ষ আক্কাছ আলী, প্রচার সম্পাদক বদরুজ্জামান, আব্দুল জলিল, ইকবাল হোসেন, কাওছার হোসেন কয়েছ, এটিএম খসরুজ্জামান, আব্দুল বাছেত মিলন, ইয়াছিন খান, শওকত হোসেন জিম্মাদার, হাসন  আলী, ওমর ফারুক ইমন, হেলাল আহমদ, মোহাম্মদ বিন মামুন বুলবুল, হোসাইন আহমদ, আব্দুস সাত্তার, মনসুর আলম চৌধুরী প্রমুখ। বিজ্ঞপ্তি