কমলগঞ্জে গ্রাম বিদ্যুতায়ন কর্মসূচীর উদ্বোধন

36

কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের নোয়াগাঁও গ্রামে ৩৭ লাখ ৫২ হাজার টাকা ব্যয়ে ২.৫০১ কিলোমিটার লাইনের পল্লী বিদ্যুতায়নের শুভ উদ্বোধন করেছেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মোঃ আব্দুুস শহীদ এমপি। গত মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টায় নোয়াগাঁও ডা: রইছ উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সুইচ টিপে এ লাইনের উদ্বোধন করেন তিনি। এলাকার ১০৬ টি পরিবার পল্লী বিদ্যুতের আওতায় এসেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চীফ হুইপ ও মৌলভীবাজার জেলা আওয়ামীলীগ সভাপতি উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি।
মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির সদস্য সচিব মোস্তফা কামালের সভাপতিত্বে ও যুবলীগ নেতা দেবাশীষ চক্রবর্তী শিপনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিক, সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, মৌলভীবাজার পল্লী বিদ্যুৎ সমিতির ভারপ্রাপ্ত জি,এম প্রকৌশলী এস এম হাসনাত হাসান, ডিজিএম (কারিগরী) মাঈন উদ্দিন, এজিএম এম, এস মনিরুল ইসলাম, এজিএম (রিটেইনার) প্রকৌশলী আশিকুর রহমান, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান মো. সিদ্দেক আলী, সাংগঠনিক সম্পাদক মো. আব্দুল হান্নান, মাধবপুর ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আসিদ আলী, সাধারণ সম্পাদক লক্ষ্মী নারায়ণ সিংহ, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মখলিছুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেন, পৌর যুবলীগ সভাপতি মো. জুয়েল আহমদ। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউপি সদস্য আব্দুল আহাদ, মাও: নুরুল মোত্তাকিম জুনেদ, যুবলীগ নেতা তাজ উদ্দিন প্রমুখ।