যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‌্যালী ও সমাবেশে কামরান ॥ ভিশন ২০২১ বাস্তবায়নে যুবলীগ নিরলসভাবে কাজ করে যাচ্ছে

62

IMG_0195 copyবাংলাদেশ আওয়ামী যুবলীগের ৪২তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট মহানগর যুবলীগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালী রেজিষ্ট্রারি মাঠ থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌহাট্টা পয়েন্টে এক আনন্দ সমাবেশে মিলিত হয়। র‌্যালী ও র‌্যালী পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন- মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সাধারণ সম্পদিক আসাদ উদ্দিন আহমদ, জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনম শফিকুল হক, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বিজিত চৌধুরী, কাউন্সিলর আজাদুর রহমান আজাদ, আব্দু রহমান জামিল, জকিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আহবায়ক লোকমান আহমদ চৌধুরী।
মহানগর যুবলীগের আহবায়ক আলম খান মুক্তির সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক মুশফিক জায়গিরদারের পরিচালনায় বক্তব্য রাখেন মহানগর যুবলীগের যুগ্ম আহবায়ক সেলিম আহমদ সেলিম, সদস্য ডা. হোসেন আহমদ রবিন, মাসুম বিল্লাহ, সুবেদুর রহমান মুন্না, এডভোকেট লিটন মিয়া, ফয়ছল আজাদ খান, জাকিরুল আলম জাকির, সাজু ইবনে হান্নান খান, হোসেন আহমদ বাবু, মিনার আহমদ, লাহিন আহমদ, মেদেী কাবুল, ফারুকুল ইসলাম ফারুক, সুলতান আলী মনসুর, আবিদুর রহমান শিপু, মুরাদ আহমদ মুরন, কলিং সিংহ, আনিসুর রহমান তিতাস, সাহেদ আহমদ, মুজিবুর রহমান, আব্দুর রব সায়েম, ইমামুর রহমান লিটন, আজমল হোসেন, মিনহাজ চৌধুরী লিটন, এডভোকেট গিয়াস, ইকবাল হোসেন, এমএ হান্নান, বিপ্লব পুরকায়স্থ, শ্যামল সিংহ, কবির আহমদ শাহজাহান, সুমন তালুকদার, রাহেল আহমদ।
সভায় উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী,  সাবেক ছাত্রনেতা আনোয়ার আলী, শামীম ইকবাল, জহির চৌধুরী, আব্দুল কাইয়ুম লিটন, আমিনুর রহমান ফরিদ, শামীম আহমদ, আমিনুর রহমান সোহেল, দেলোয়ার হোসেন দিলাল, আখতার হোসেন, আবুল হোসেন, গোলাম রহমান রাজন, এমদাদ হোসেন ইমু, রাসেল আহমদ, মিটু মিয়া, হোসেন আহমদ, হোসাইন আল, হাফিজ নূর আলী, সাকারিয়া সাকির, শাহ আলম সাওন, আউয়াল আলী, মাহবুব, মঞ্জু আহমদ, খোয়াজ আলী কয়েছ, ফারুক আহমদ সুমন, শাহ আলম, জসিম উদ্দিন, আব্দুল করিম, সাহেদ আহমদ, জসিম উদ্দিন অজয় রায়, শাহীন আহমদ, মুশাহিদ আহমদ, দরিব খান, আনছার মিয়া, সবুজ মিয়া, মনিরুজ্জামান মনু, শমসের আলী সারু, মুহিবুর রহমান মুন্না, আফজাল হোসেন, কাজি মুহিবুর রহমান সুমন, সাদেক মিয়া, আরমান মিয়া, রণি দেব, ত্রিশুল, ভাসু দাশ, কয়েস আহমদ, জনি রহমান অলি, হানিফ আহমদ, তানভীর আহমদ, তোরণ আহমদ, সাবেল আহমদ প্রমুখ।zela juboleg 01
সভায় বক্তারা বলেন-১৯৭২ সালের ১১ নভেম্বর জাতির পিতা শেখ মুজিবুর রহমানের নির্দেশে যুব আন্দোলনের অন্যতম পুরোধা শহীদ শেখ ফজলুল হক মনি বাংলাদেশ আওয়ামী যুবলীগ প্রতিষ্ঠা করেন। আজ পর্যন্ত যুবলীগ জনগণের অধিকার আদায়ের লক্ষ্যে প্রতিটি আন্দোলন সংগ্রাম অগ্রণী ভূমিকা রেখে যুবলীগ কর্মীরা জীবন বিসর্জন দিয়ে আজ ৪২ বছরে পা রেখেছে। যুবলীগের এ অগ্রযাত্রা অব্যাহত রাখতে সিলেট মহানগর যুবলীগ সর্বোচ্চ ত্যাগ ও পরিশ্রমের জন্য প্রস্তুত রয়েছে। বিজ্ঞপ্তি