কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের বর্ধিত সভা

30

Pic--M_A_Shahid_M.P[2]কমলগঞ্জ থেকে সংবাদদাতা :
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা আওয়ামীলীগের এক বর্ধিত সভা গত সোমবার বিকাল ৫টায় ভানুগাছ বাজারস্থ দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। উপজেলা আওয়ামীলীগের সভাপতি এম, মোসাদ্দেক আহমেদ মানিকের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগ সভাপতি মো. সানোয়ার হোসেনের সঞ্চালনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নেছার আহমদ, সাংগঠনিক সম্পাদক মিছবাউর রহমান। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক রফিকুর রহমান, যুগ্ম সম্পাদক উপজেলা ভাইস চেয়ারম্যান সিদ্দেক আলী, আলীনগর ইউপি চেয়ারম্যান ফজলুল হক বাদশা, সাংগঠনিক সম্পাদক রহিমপুর ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, অধ্যাপক হারুনুর রশীদ ভূঁইয়া, মো. আব্দুল হান্নান, অধ্যক্ষ মো. হেলাল উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মখলিছুর রহমান, ছাদির মিয়া, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান আব্দুল মোতালিব তরফদার, আব্দুল মন্নান, মহিলা আওয়ামীলীগ নেত্রী বিলকিস বেগম, মুন্না রায়, শেখ মনোয়ারা, পারুল কুরাইয়া, উপজেলা যুবলীগ সভাপতি মো. আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোশাহীদ আলী, উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক শাহেদুল আলম প্রমুখ। সভায় ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভার সভাপতি/সম্পাদক উপস্থিত ছিলেন। সভায় অবিলম্বে অসমাপ্ত ইউনিয়নগুলোর সম্মেলন দ্রুত শেষ করে উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, মহিলা আওয়ামীলীগের সম্মেলন অচিরেই করার সিদ্ধান্ত গৃহীত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা আওয়ামীলীগের সভাপতি, সাবেক চীফ হুইপ উপাধ্যক্ষ মো. আব্দুস শহীদ এমপি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বাস্তবায়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বর্তমানে দেশে মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারের কাজ চলছে। বাংলার মাটিতেই সকল যুদ্ধাপরাধীদের বিচার কাজ সম্পন্ন হবে। যুদ্ধাপরাধীদের বিচার কাজকে বাধাগ্রস্ত করতে জামায়াত-বিএনপির হরতালসহ যেকোন ধরণের ধ্বংসাত্মক কার্যকলাপ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে দলের সর্বস্তরের নেতাকর্মীর প্রতি আহবান জানান।