সিলেট সেন্ট্রাল উইমেন্স কলেজের অধ্যক্ষ, অধ্যক্ষ কবি কালাম আজাদ বলেছেন, কবিতা একটি আবেগের নাম, সেটা যখন ভাষায় রূপ পায় তখন কবিতা হয়ে উঠে। তিনি বলেন, কবিতা বা সাহিত্যের গ্রন্থ রচনার মাধ্যমে পৃথিবীতে হাতের ছাঁপ রেখে যাওয়া সম্ভব। যার মাধ্যমে যুগের পর যুগ মানুষের মনে জায়গা নেয়া যায়। তিনি আরও বলেন, এখলাছ উর রহমান এখলাছ এর ‘প্রশান্তির ছায়া’ গ্রন্থে রচিত কবিতাগুলোর মধ্যে মানবতার কথা চমৎকার ভাবে ফুটে উঠেছে। তিনি নিয়মিত লেখা চালিয়ে গেলে তাঁর কোন না কোন কবিতা হয়তো মানুষের মনে জায়গা করে নেবে।
নগরীর কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাহিত্য আসর কক্ষে প্রতিভাত প্রকাশন, সিলেট আয়োজিত কবি এখলাছ উর রহমান এখলাছ এর ‘প্রশান্তির ছায়া’ কাব্যগ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দানকালে এসব কথা বলেন।
অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন বাসসের সিলেট ব্যুরো প্রধান, কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল।
প্রবীণ কবি মোঃ ইব্রাহীম আলী সভাপতিত্বে ও কবি কামাল আহমদ এর সঞ্চালনায় কাওছার আহমদ লাহিনের কুরআন তেলাওয়াতের মাধ্যমে ও প্রতিভাত প্রকাশনের প্রকাশক এম আলী হোসাইন এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জালালাবাদ টিচার্স ট্রেনিং কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হাসমত উল্লাহ, যুক্তরাজ্যের কিতলী টাউনের কাউন্সিলর মোঃ নেছার আলী, লেখক ও গবেষক ব্যাংকার মোহাম্মদ মোশতাক চৌধুরী, সিলেট জেলা বারের এডিশনাল পিপি কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সহ-সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, কেমুসাসের কোষাধ্যক্ষ লেখক জাহেদুর রহমান চৌধুরী। ‘প্রশান্তির ছায়া’ কাব্যগ্রন্থ নিয়ে মূল গ্রন্থালোচনা করেন সাহিত্য আলোচক কবি মামুন সুলতান। অনুভ‚তি ব্যক্ত করেন ‘প্রশান্তির ছায়া’ কাব্যগ্রন্থের লেখক কবি এখলাছ উর রহমান এখলাছ, কাব্যগ্রন্থের পাঠপ্রতিক্রিয়া সম্পাদনা ও পাঠ করেন কবি ও সংগঠক কামাল আহমদ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন-শান্তির কবি এখলাছুর রাহমান, লেখক মোয়াজ আফসার, কবি ও সংগঠক ধ্র“ব গৌতম, কবি, সংগঠক ও ব্যাংকার আনোয়ার হোসেন মিসবাহ, আন্তর্জাতিক সাহিত্য সংগঠন নন্দিনী সাহিত্য পাঠচক্র সিলেট সুরমা নন্দিনীর সাধারণ সম্পাদক ও সিলেট লেখিকা সংঘের সহ-সভাপতি কবি ও সংগঠক মাসুদা সিদ্দিকা রুহি, গোবিন্দগঞ্জ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক কবি জান্নাত আরা খান পান্না, বিশ্বনাথ উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোঃ শাহিন উদ্দিন, কবি ইমামুল ইসলাম রানা, কবি ও কলামিস্ট জুঁই ইসলাম, শিপারা বেগম শিপা, গল্পকার তাসলিমা খানম বিথী, কবি ও সংগঠক লিপি খান, কবি ছয়ফুল আলম পারুল, জাতীয় সাংবাদিক সংস্থা সিলেট জেলার শাখা সহ-সভাপতি আজিজুর রহমান জয়নাল, বিশ্বনাথ অলংকারী ইউপি সদস্য মোঃ বশির উদ্দিন।
শুভেচ্ছা বক্তব্য রাখেন- অনুপ্রাণন সম্পাদক মোঃ নাসির উদ্দিন, মাসিক প্রতিভাত এর সাহিত্য সম্পাদক ও অনুপ্রাণন-এর উপ সম্পাদক কবি মোঃ আলমগীর চৌধুরী, সাহিত্যকর্মী ও শিক্ষক মাহবুবুল আলম।
অনুভ‚তি ব্যক্ত করেন- মকসুদ আহমদ লাল, স্বজন সম্পাদক মোঃ ফারুক হাসান সুজন, আখলাকুল আসপিয়া, কবি এইচ আই হামিদ, অঞ্জন কুমার পাল, কুবাদ বখত চৌধুরী রুবেল, সাংবাদকর্মী হেপী জান্নাত, শিক্ষক মোঃ জামাল মিয়া, মানববাধিকার কর্মী সালমা আলী, কবিতা পাঠ করেন কবি আনিকা তাবাস্সুম মুনা।
অন্যানদের মধ্যে উপস্থিত ছিলেন- কবি ও সংগঠক শফিকুর রহমান চৌধুরী, আমেরিকা প্রবাসী কবি হাবীব ফয়েজী, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কবি ও সাংবাদিক মোহাম্মদ নুরুল ইসলাম, ব্যবসায়ী কামরান আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাংবাদিক এমরান ফয়ছল, মাসিক প্রতিভাত-এর সহ সম্পাদক কবি এখলাছুর রহমান নাহিদ, মাসিক প্রতিভাত-এর বিভাগীয় সম্পাদক ফয়ছল আহমদ মামুন, সাহিত্যকর্মী জোবায়দা বেগম আঁখি, দি আর্থ অব অটোগ্রাফ সম্পাদক কবি ও ছড়াকার আবদুল কাদির জীবন, সমাজকর্মী শারমিন কবির, ফয়ছল আহমদ, কবি ও গীতিকার বাহা উদ্দিন বাহার, সাংবাদিক ও ব্যাংকার রাজু আহমেদ, কবি ও সংগঠক মোঃ রিপন মিয়া, কবি সাজন আহমদ সাজু, কবি মিলাদ আহমদ, সুফিয়া বেগম, সাংবাদিক সুয়েব আহমদ, সাহিত্যকর্মী মোঃ শাহ আলম, তাহিয়া খানম সেলিনা, ফওজিয়া রহমান, সাংবাদিক আব্দুর রাজ্জাক শাওন, সমাজকর্মী তফাজ্জুল সুমন, শারমিন কবির, ফয়ছল আহমদ, সাঈম খাঁন, মিজান সাইফ, নাঈম হোসেন, তানভীর আলী, সোলেমান আলী প্রমুখ।