জকিগঞ্জে জেডিসি পরীক্ষার্থীরা বিভ্রান্তের শিকার

25

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
জকিগঞ্জে মাদ্রাসা শিক্ষাবোর্ডের জেডিসি পরিক্ষায় ঐচ্ছিক বিষয়ের পরীক্ষায় পরীক্ষার্থীরা বিভ্রান্তের শিকার হয়েছে। গত রবিবার ঐচ্ছিক বিষয় কর্ম ও জীবনমুখী শিক্ষা পরিক্ষা দিতে গিয়ে শারীরিক শিক্ষার প্রশ্ন হাতে পেয়ে পরীক্ষার্থীরা এ বিভ্রান্তের শিকার হয়।
জানা গেছে, জকিগঞ্জের গঙ্গাজল সিনিয়র মাদ্রাসা, হাজী তৈয়ব আলী বালিকা দাখিল মাদ্রাসা, নবীগঞ্জ দাখিল মাদ্রাসাসহ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে রেজিষ্ট্রেশনের সময় শিক্ষার্থীরা ঐচ্ছিক বিষয় শারীরিক শিক্ষা বেছে নিলেও পাঠদান করান কর্ম ও জীবনমুখী শিক্ষা। রবিবার পরীক্ষার্থীরা নির্ধারিত বিষয়ের পরীক্ষা দিতে গিয়ে শারীরিক শিক্ষার প্রশ্ন হাতে পেয়ে হতভম্ব হয়ে যায়। একাধিক পরীক্ষার্থী জানিয়েছে, শিক্ষকদের খামখেয়ালীর কারণে প্রস্তুতি ছাড়াই তারা অন্য বিষয়ের পরীক্ষা দিতে হয়। ফলাফল নিয়ে তারা চিন্তিত। এ ব্যাপারে গঙ্গাজল সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মান্নান বলেন, যান্ত্রিক ত্র“টির কারণে রেজি: কার্ডে এক বিষয়ের পরির্বতে অন্য বিষয় রেজিষ্ট্রেশন হয়েছে। যার কারণে শিক্ষার্থীরা বিভ্রান্তের শিকার হয়েছে।