সিলেটে ভূকম্পন অনুভূত

7

স্টাফ রিপোর্টার :
সিলেটে ভূকম্পন অনুভূত হয়েছে। ভূকম্পনের ঝাঁকুনিতে আতঙ্ক তৈরি হয় জনমনে। আতঙ্কে অনেকে বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান এমনকি বিভিন্ন মার্কেট ও অফিস থেকে ছেড়ে বের হয়ে রাস্তায় আসতে দেখা গেছে। এসময় মার্কেটের ক্রেতারা দৌড়াদৌড়িও শুরু করেন। গতকাল সোমবার বেলা ১টা ১০ মিনিট ৪৪ সেকেন্ডের দিকে এ ভূকম্পন অনুভূত হয়। এ ভূমিকম্পের ফলে নগরীর কয়েকটি বহুতল ভবনে ফাটল দেখা দিয়েছে তবে হতাহতের কোন খবর পাওয়া যায়নি।
এ ব্যাপারে সিলেট আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ সাঈদ আহমদ জানান, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।