প্রতিদিনই বাড়ছে ওসমানী হাসপাতালে ডেঙ্গু রোগীর সংখ্যা

7

ষ্টাফ রিপোর্টার :
প্রতিদিনই ওসমানী হাসপাতালে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। গত ২৪ ঘন্টায় সিলেট ওসমানী হাসপাতালে আরো ৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। বর্তমানে হাসপাতালে আরো ৩৪ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৩৩ জন পুরুষ ও ১ জন শিশু।
হাসপাতাল সূত্র জানিয়েছে, গত ২৪ ঘন্টায় নতুন করে ওসমানীতে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হওয়াদের মধ্যে ৫ জন পুরুষ ও ১ জন শিশু। আর এই ২৪ ঘন্টায় হাসপাতাল ছেড়েছেন ৮ জন। ফলে গত বৃহস্পতিবার হাসপাতালে ৩৬ জন রোগী চিকিৎসাধীন থাকলেও শুক্রবার আছেন ৩৪ জন।
গত ১০ আগষ্ট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ৮ জন আর ছেড়ে যান ১৪ জন। গত ১১ আগষ্ট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ১৫ জন আর ছেড়ে যান ২৩ জন। ১২ আগষ্ট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ৬ জন আর ছেড়ে যান ১৫ জন। ১৪ আগষ্ট হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ১১ জন আর ছেড়ে যান ৮ জন। আর বৃহস্পতিবার ১৫ আগষ্ট ভর্তি হন ১০ জন, ছেড়ে যান ১৪ জন। গত ৭ জুলাই থেকে শুরু করে এখন পর্যন্ত ২৭০ জন ডেঙ্গু রোগী ওসমানী হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।