সিলেট বিভাগে ৬৩৪ জন হোম কোয়ারেন্টাইনে

4

স্টাফ রিপোর্টার :
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে সিলেট বিভাগের ৪ জেলায় ৬৩৪ জনকে হোম কোয়ারেন্টাইনে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাদের বেশিরভাগই সম্প্রতি প্রবাস ফেরত এবং তাদের স্বজন। গতকাল বুধবার বিকেলে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। এদের মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৪২১ জন রয়েছেন। এছাড়া সুনামগঞ্জে ৪০জন, মৌলভীবাজারে ১৫১ জন এবং হবিগঞ্জে ২২ জন হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।
সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল বলেন, বিদেশফেরত ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা হোম কোয়ারেন্টাইনে আছেন। এছাড়া, সিলেটের শহীদ শামছুদ্দিন সদর হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে একজনকে রাখা হয়েছে। তিনি জানান, কোয়ারেন্টাইনে থাকা লোকজন নিয়ম মানছেন কি না, সে বিষয়ে খোঁজ নিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী ছাড়াও স্থানীয় প্রশাসনের লোকজন ও জনপ্রতিনিধিদের বলা হয়েছে। স্বাস্থ্য বিভাগের বিদ্যমান জনবল দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে।