ওসমানীনগরে যক্ষ্মা নিয়ন্ত্রণে পল্লী চিকিৎসকদের নিয়ে অবহিতকরণ সভা

9

ওসমানীনগর থেকে সংবাদদাতা :
সচেতনতার অভাবে বালাগঞ্জ ও ওসমানীনগর উপজেলার যক্ষ্মা রোগীরা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। যক্ষ্মা নিয়ে কুসংস্কার দূরীকরণে সমন্বিত ভাবে সামাজিক সচেতনতা সৃষ্টি করতে হবে। এ লক্ষ্যে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগ ও বেসরকারী সংস্থা হীড বাংলাদেশের যৌথ উদ্যোগে ওসমানীনগর উপজেলার পল্লী চিকিৎসকদের নিয়ে যক্ষ্মা নিয়ন্ত্রণে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল ১১টায় ওসমানীনগরের তাজপুর ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন উপ-স্বাস্থ্য কেন্দ্রের মেডিকেল অফিসার ডা: গৌরী রাণী দেবনাথ। হীড বাংলাদেশের সুপারভাইজার হিমু চন্দ্র রজত ও ওসমানীনগর উপজেলা যক্ষ্মা নিয়ন্ত্রণ সহকারি নিলমনি পালের যৌথ পরিচালনায় এতে বক্তব্য রাখেন, বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমডিসি ডা: তোফায়েল আহমদ, হীড বাংলাদেশের জেলা সুপারভাইজার শাহিন আক্তার, ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শিপন আহমদ, হীড বাংলাদেশ’র ওসমানীনগরের টিসিএ সাজ উদ্দিন, পল্লী চিকিৎসক মুকন্দ লাল নাথ, প্রণেশ পাল, জাহাঙ্গির আলম ও শরিফ নুর প্রমুখ।