শাবি প্রতিনিধি
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) প্রাক্তন শিক্ষার্থীদের নিয়ে কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠার লক্ষ্যে বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়। এরআগে মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো সাজেদুল করিমের সাথে বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন শিক্ষার্থীরা মতবিনিময় সভা সম্পন্ন করেন। মতবিনিময় সভায় রসায়ন বিভাগের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী ও বিভাগটির সাবেক সহকারী অধ্যাপক ড. মুজিবুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপ-উপাচার্য ড. মো সাজেদুল করিম।
এসময় উপ-উপাচার্য বলেন, কেন্দ্রীয় অ্যালামনাই প্রতিষ্ঠার ব্যাপারে সাবেক শিক্ষার্থীদের আর দেরি না করে কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। অ্যালামনাইয়ের মাধ্যমে একে অন্যের সাথে যোগাযোগের মেলবন্ধন প্রতিষ্ঠা হয় উল্লেখ করে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের অসংখ্য শিক্ষার্থীরা দেশে এবং উন্নত বিশ্বের অনেক নামকরা শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। সাবেক শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের এলামনাই প্লাটফর্ম ব্যবহার করে একাডেমিক ও কানেক্টিভিটির ক্ষেত্রে অসামান্য ভ‚মিকা রাখতে পারেন। বিজ্ঞান ও প্রযুক্তির উৎকর্ষ সাধন এবং সামাজিক দায়বোধ প্রতিষ্ঠাসহ বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন সর্বোপরি দেশ পুনর্গঠনে এলামনাই হতে পারে গেøাবাল কানেক্টিভিটির একটি ইউনিক প্লাটফর্ম।
সাবেক শিক্ষার্থীদের নিজ নিজ অবস্থান থেকে শাবি অ্যালামনাই প্রতিষ্ঠায় এগিয়ে আসার আহবান জানিয়ে উপ-উপাচার্য বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক্ষেত্রে ফ্যাসিলিটেটর হিসেবে সহায়তা করতে প্রস্তুত। সকলের সম্মিলিত প্রয়াসে বিশ্ববিদ্যালয়কে গেøাবাল রাঙ্কিংয়ে আরো এগিয়ে নিতে শাবি এলামনাই গুরুত্বপূর্ণ ভ‚মিকা রাখতে পারে বলেও তিনি অভিমত ব্যক্ত করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের সাবেক শিক্ষার্থীরা শাবি কেন্দ্রীয় অ্যালামনাই প্রতিষ্টার ব্যাপারে তাদের মতামত তুলে ধরেন।
সাবেক শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার প্রায় তিন যুগ পার হয়ে গেলেও কেন্দ্রীয় অ্যালামনাই করতে না পারাটা হতাশা ও অত্যন্ত দুঃখ্যের বিষয়। তাই আর দেরি না করে শাবি অ্যালামনাই প্রতিষ্টায় কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি। অ্যালামনাই প্রতিষ্ঠায় ঐক্যমত পোষণ করে আরো বৃহৎ পরিসরে সকলকে অবহিত করতে আগামী ২৫ জানুয়ারি সন্ধ্যা ৬টায় বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে একটি সভা আহবান করার সিদ্ধান্ত গৃহীত হয়। এতে সাবেক শিক্ষার্থীদের সাথে যোগাযোগের জন্য রসায়ন বিভাগের প্রথম ব্যাচের সাবেক ছাত্র ও শাবি ছাত্র সংসদের সাবেক ভিপি দেলোয়ার ইসমাইল টিটুকে দায়িত্ব অর্পণ দেওয়া হয়।
মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বিভিন্ন প্রস্তাবনা তুলে ধরে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের প্রথম ব্যাচের সাবেক শিক্ষার্থী দেলোয়ার ইসমাইল টিটু, ড. মুজিবুর রহমান, মকদ্দুস আলী, সেলিম মোহাম্মদ আলী আসগর, ফয়সল আহমদ, মোঃ তৌফিক ইজদানী চৌধুরী, নাসিমা হক খান, রাহিমা পারভীন লিলি, আব্দুল মালিক, দিদার চৌধুরী, সাব্বির আহমদ চৌধুরী, সুরঞ্জিত রয়, মো মুখলিসুর রহমান, সৈয়দ জয়নুল হক, সৈয়দ এ এস সুলতান, তানভীর বখত চৌধুরী রাফি, প্রফেসর মো সাইফুল ইসলাম, প্রফে মো মুস্তাবুর রহমান, প্রফে মো মুনিম জোয়ারদার, প্রফেসর মো মাহবুবুল আলম, প্রফেসর মো আনোয়ার হোসেন, প্রফেসর মো খালিদুর রহমান, প্রফেসর আবু হায়াত মিঠু, কাশ্মীর রেজা, মখলিছুর রহমান পারভেজ, প্রফেসর পাবেল শাহরিয়ার, প্রফে রেদোয়ান আহমদ, প্রফে মো মহিবুল আলম, মো দেলোয়ার হোসেন শামীম, সৈয়দা আফসানা মুন, তানভীর রহমান বন্ধন, সুদীপ্ত জ্যুতি, সরকার জসিম উদ্দিন সম্রাট, মোস্তাক আহমেদ কায়েস, দিদারুল ইসলাম, আরিফ মাহমুদ, শ্রী বিশ্বজিৎ পাল, ফয়জুল রহমান ফয়েজ। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।