জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে কিশোর নিহত

3

জৈন্তাপুর সংবাদদাতা

জৈন্তাপুর সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে অবৈধভাবে ভারতে প্রবেশকারী মো. মারুফ মিয়া (১৬) নামের বাংলাদেশি এক কিশোরের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সিলেটের জৈন্তাপুরের সীমান্ত পিলার ১২৮২/৭-এস ৬০ গজ ভারতের অভ্যন্তরে এই ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট ব্যাটালিয়নের (৪৮বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান। নিহত কিশোর মো. মারুফ মিয়া (১৬) জৈন্তাপুর উপজেলার ঝিংগাবাড়ি গ্রামের মো. শাহাবুদ্দীনের ছেলে।
বিজিবি জানায়, দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধীনস্থ মিনাটিলা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ১২৮২/৭-এস থেকে আনুমানিক ৬০ গজ ভারতের অভ্যন্তরে মারুফসহ আরও কয়েক বাংলাদেশী খাসিয়াদের সুপারিবাগান প্রবেশ করে। এসময় তাদের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ভারতীয় খাসিয়া নাগরিক একনলা বন্দুক দিয়ে ১ রাউন্ড গুলি করে। পরবর্তীতে অন্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে ও তার পরিবারের লোকজন সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। বিকেল ৩টার দিকে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিজিবি আরও জানায়, গোয়েন্দা সূত্রে ফায়ারের ঘটনা জানার সাথে সাথে ১.৫ কি.মি. দূরে ১২৮৫ পিলারের কাছে থাকা বিজিবি টহলদল দ্রæত ঘটনাস্থলে গমন করে। বিজিবি মিনাটিলা বিওপি কর্তৃক বিএসএফ রংটিলা বিওপিকে প্রতিবাদ জানানো হয়। বিজিবি কোম্পানী কমান্ডার পর্যায়ে বিকেল সাড়ে ৪টায় পতাকা বৈঠক করে প্রতিবাদলিপি ও ভারতীয় নাগরিককে দ্রæত আইনের আওতায় আনার জন্য বলা হয়েছে।
এ বিষয়ে সিলেট ব্যাটালিয়নের (৪৮বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল হাফিজুর রহমান ভারতীয় ৪ বিএসএফের কমান্ড্যান্টের সাথে আলোচনা করেন ও অপরাধীর বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যাবস্থা গ্রহণের জন্য বলেন।
জৈন্তাপুর মডেল থানার ওসি আবুল বাসার মোহাম্মদ বদরুজ্জামান বলেন, বিষয়টি খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।