ব্যাপক কর্মসূচির মধ্য দিয়ে জকিগঞ্জে প্রথম মুক্তাঞ্চল দিবস পালন

30

জকিগঞ্জ থেকে সংবাদদাতা :
দেশের প্রথম মুক্তাঞ্চল জকিগঞ্জ হিসেবে গতকাল শনিবার ব্যাপক আয়োজনে প্রথম মুক্তাঞ্চল দিবস উদযাপন করেছে zakigonj pic 21.11.15.j1জকিগঞ্জ মুক্তিযোদ্ধা সংসদ, সন্তান কমান্ড, দুর্নীতি প্রতিরোধ কমিটি, লাল সবুজ ছাত্র ফোরাম, প্রবাসী কল্যাণ পরিষদ। সকাল ১১ টায় বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দের উপস্থিতি জাতীয় সংঙ্গীত পরিবেশনের মধ্যে দিয়ে জাতীয় পতাকা উত্তোলন, স্থানীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বেলা ১২ টায় মুক্তিযোদ্ধা সংসদ মিলানায়তনে আলোচনা সভায় উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার হাজী খলিল উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তাকিম হায়দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার আব্দুল মোত্তালেব, পৌর আওয়ামীলীগ সভাপতি হাজী সামছ উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক এমএজি বাবর, আব্দুল আহাদ, সাংবাদিক আল মামুন, পৌর আওয়ামীলীগ যুগ্ম সম্পাদক জাকির হোসেন মুকুল, সাবেক কাউন্সিলর আব্দুল আহাদ প্রমুখ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আতিকুর রহমান মনি, সাংবাদিক এনামূল হক মুন্না, আল হাছিব তাপাদার, লাল সবুজ ছাত্র ফোরামের সম্মন্বয়ক ওমর ফারুক, মাহবুব আহমদ মাহিন, আবু সুফিয়ান, মুমিনুল ইসলাম সায়েম, সাহেদ আহমদ মুন্নাসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ। অপর দিকে বিকেল ৫ টায় অস্থায়ী কার্যালয়ে লাল সবুজ ছাত্র ফোরামের সমন্বয়ক আব্দুর রহমান জীবনের সভাপতিত্বে ও ওমর ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক আল হাছিব তাপাদার, শিক্ষার্থী মাহবুব আলম মাহিন, আবু সুফিয়ান, মুমিনুল ইসলাম ছায়েম, মুন্না আহমদ সাহেদ, মঞ্জুর আহমদ, খোরশেদ আলম, শাহাব উদ্দিন, সেকুল আহমদ, রিজন আহমদ। এ সময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, রাসেল আহমদ, মিঠুন বিশ্বাস, রিন্টু বিশ্বাস, মাসুম আহমদ, জাহাঙ্গীর আহমদ, কামরুল ইসলাম, সুমন আহমদ, লিটন, লিমন প্রমুখ।