সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভা ৩১ ডিসেম্বর

1

আগামী ৩১ ডিসেম্বর মঙ্গলবার সিলেট মহানগর বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। সকাল ১১টার সময় নগরীর বারুতখানাস্থ ফুড প্যারাডাইস রেস্টুরেন্ট এন্ড পার্টি সেন্টারের মতবিনিময় সভায় সিলেট মহানগর বিএনপির ৪২টি ওয়ার্ডের সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক এবং যে সকল ওয়ার্ডে আহবায়ক কমিটি রয়েছে আহবায়ক, যুগ্ম আহবায়ক ও সদস্য সচিবদের উপস্থিত থাকার অনুরোধ জানানো হচ্ছে। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ড. এ জেড এম জাহিদ হোসেন। এছাড়াও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টাবৃন্দ ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সিলেটের দায়িত্বপ্রাপ্ত নেতবৃন্দ উপস্থিত থাকবেন।
সভায় সবাইকে যথাসময়ের মধ্যে উপস্থিত হওয়ার অনুরোধ জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী। -বিজ্ঞপ্তি