প্রাণী সম্পদের উন্নয়নে ভেটেরিনারিয়ানদের ভ‚মিকা গুরুত্বপূর্ণ -সিকৃবি ভিসি

2

 

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো: আলিমুল ইসলাম বলেছেন প্রাণী সম্পদের উন্নয়নে ভেটেরিনারিয়ানদের ভ‚মিকা গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ভেটেরিনারিয়ানদের পেশাদারিত্ব বজায় রাখার পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা বৃদ্ধি করতে হবে। ২৪ ডিসেম্বর (মঙ্গলবার) সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ইৎরফমরহম রহহড়াধঃরড়হ ধহফ ঠবঃবৎরহধৎু ঈধৎব শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির ভিসি প্রফেসর ড. আলিমুল ইসলাম এসব কথা বলেন। ফিজিওলজি বিভাগের সহযোগী প্রফেসর ডাঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. এ.টি.এম মাহবুব-ই-ইলাহী, ভেটেরিনারি, এনিম্যাল ও বায়োমেডিক্যাল সায়েন্সেস অনুষদের ডিন প্রফেসর ড. মোঃ ছিদ্দিকুল ইসলাম এবং ইন্টার্নশীপ সমন্বয় কমিটির আহবায়ক প্রফেসর ড. মোহাম্মদ কাওছার হোসেন। এফএনএফ ফার্মাসিউটিক্যালসের এজিএম ড. মোছাঃ কোহিনুর পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ডা. মো: খালেক মাহমুদ শাকিল এবং মূল প্রবন্ধ উপস্থাপন করেন ড. মো: আইনুল হক। কর্মশালায় বক্তারা বলেন, শিক্ষা ও গবেষণার উন্নয়নে এফএনএফ ফার্মাসিউটিক্যালস গুরুত্বপূর্ণ ভ‚মিকা পালন করে আসছে। এপর্যন্ত তারা ১০ জন পিএইচডি এবং ১৫ জন এমএস ছাত্রের শিক্ষা ও গবেষণায় আর্থিক অনুদান প্রদান করেছে। এসময় তারা আরও বলেন, প্রাণী চিকিৎসা পেশায় যুগান্তকারী ভ‚মিকা পালন করতে পারে এফএনএফ ফার্মাসিউটিক্যালস। বক্তারা আরও বলেন, দেশের প্রাণী সম্পদের ভ্যাক্সিনের মোট চাহিদার ৪০ ভাগ দেশে উৎপাদন করা হয়। অথচ সঠিক ব্যবস্থাপনা ও আর্থিক সহযোগীতা পেলে এর পরিমাণ ৮০ ভাগে উন্নীত করা সম্ভব। প্রধান অতিথির বক্তব্যে সিকৃবির ভিসি বলেন, সরকারি বেসরকারি পর্যায়ে সহযোগীতা পেলে সিকৃবিতে আন্তর্জাতিক মানের ল্যাব তৈরি করে স্থানীয়ভাবেই ভ্যাক্সিন উৎপাদন করা সম্ভব।