নগরীর শিক্ষা-প্রতিষ্ঠানে ছিটানো হচ্ছে মশারোধক স্প্রে

2

স্টাফ রিপোর্টার :
দীর্ঘ দেড়বছর পর আগামী ১২ সেপ্টেম্বর খুলছে শিক্ষা প্রতিষ্ঠান। কোভিড-১৯ করোনাভাইারসের কারণে দেশের সকল শিক্ষাপ্রতিষ্ঠানে বন্ধ রয়েছে। টানা বৃষ্টিরকারণে বিভিন্ন স্থানে পানি জমা হয়েছে। নগরীর সব এলাকায়ই বেড়েছে মশার উপদ্রব। তাই স্কুল খোলার পূর্বে সিলেট সিটি করপোরেশনের আওতাধীন সকল শিক্ষা-প্রতিষ্ঠানে ছিটানো হচ্ছে মশারোধক ¯েপ্র।
গতকাল শুক্রবার সকাল সাড়ে ১০টায় নগরীর মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ে দেখা যায় সিলেট সিটি করপোরেশেনর কর্মচারীরা ফগার মেশিন দিয়ে মশারোধক ¯েপ্র ছিটানো হয়।
মশকনিধন অভিযানে এক কর্মচারী জানান, নগরীর সকল শিক্ষা-প্রতিষ্ঠানে গতকাল শুক্রবার মশকনিধন ¯েপ্র করা শুরু করেছে সিলেট সিটি করপোরেশন। সকাল থেকে শুরু হয় এই মশকরোধক ¯েপ্র করার অভিযান।
এ ব্যাপারে জানতে চাইলে সিলেট সিটি করপোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা.জাহিদুল ইসলাম সুমনের মোবাইলে বেশ কয়েকবার কল দিলে তিনি কল রিসিভ করেননি।