সাইবার সুরক্ষা অধ্যাদেশের খসড়ার চ‚ড়ান্ত অনুমোদন

3

কাজির বাজার ডেস্ক

‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার চ‚ড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। মঙ্গলবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে বলে মন্ত্রিপরিষদ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে।
ওই বৈঠকে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’-এর চ‚ড়ান্ত খসড়া উপস্থাপন করে। বৈঠকের আলোচনা অনুযায়ী লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভোটে এ খসড়া উপদেষ্টা পরিষদ বৈঠকে অনুমোদন করা হয়েছে। গণভবনে ‘জুলাই গণ-অভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ প্রতিষ্ঠার প্রস্তাবও অনুমোদন করা হয়েছে। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় এ প্রস্তাব বাস্তবায়ন করবে।
এ ছাড়া পদোন্নতিবঞ্চিত অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তাদের বিষয়ে গঠিত কমিটির সুপারিশ বাস্তবায়নের প্রস্তাব অনুমোদন করেছে উপদেষ্টা পরিষদ। জনপ্রশাসন মন্ত্রণালয় এবং অর্থ বিভাগ মন্ত্রিপরিষদ বিভাগকে জানিয়ে এই বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ করবে।