ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ায় সুনামগঞ্জে হাওর বাঁচাও আন্দোলনের মানববন্ধন

2

সুনামগঞ্জ প্রতিনিধি

নীতিমালা অনুযায়ী পিআইসি গঠন এবং সঠিক সময়ে হাওরের ফসল রক্ষা বাঁধের কাজ শুরু না হওয়ার প্রতিবাদে মানববন্ধন করেছে হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটি।
শহরের আলফাত স্কয়ার এলাকায় শনিবার (২১ ডিসেম্বর) সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি ইয়াকুব বখত বাহলুল’র সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় অনুষ্ঠিত মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে, পরবর্তীতে অভিষেক ও শপথগ্রহন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় শহরের শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরীতে। বক্তারা বলেন, পানি উন্নয়ন বোর্ড প্রতি বছর কোটি কোটি টাকা লুটপাট করে নিয়ে যায়। আমরা হাওর বাঁচাও আন্দোলন কমিটি প্রতিবাদ করি, আন্দোলন করি, আমরা আইনের আশ্রয় নেই।
এইবার যদি কৃষকরা তাদের ফসল ঘরে তুলতে না পারে, তাহলে জেলা প্রশাসক মহোদয় আপনাকেই এর দায় বহন করতে হবে।
হাওর বাঁচাও আন্দোলন কেন্দ্রীয় কমিটি, জেলা কমিটির অন্যান্য বক্তারা আরো বলেন, এখনো পিআইসি গঠন করা হয়নি। এবং বিভিন্ন হাওরের কাজ শুরু হয়নি। প্রশাসন এবং পানি উন্নয়ন বোর্ড নামে মাত্র একটি বাঁধে কোদাল দিয়ে মাটি কেটে উদ্বোধন করেছে। আমি বলতে চাই, জেলা প্রশাসক মহোদয় আপনি নতুন। কিন্তু, পানি উন্নয়ন বোর্ডের টাউট- বাটপার, চাটুকারেরা অনেক পুরাতন। আপনাকে বিভিন্নভাবে বুঝানো হবে, তারা কিভাবে চুরি করে, ডাকাতি করে তা আপনি জানেন না। আমরা জানি, হাওর বাঁচাও আন্দোলনের প্রত্যেকটি সদস্য জানে, কিভাবে পানি উন্নয়ন বোর্ড কোটি কোটি টাকা প্রতি বছর আত্মসাৎ করে। তাই জেলা প্রশাসক মহোদয়কে বলতে চাই, আপনি জেলা কমিটির সভাপতি আপনাকে সজাগ থাকতে হবে। আপনি যদি সঠিক ভাবে বাঁধের কাজ না করেন, যদি কৃষকের ফসল ঘরে না তুলতে পারে, তাহলে আপনিও এই দায় থেকে মুক্তি পাবেন না।
বক্তব্য প্রদান করেন কেন্দ্রীয় কমিটির সভাপতি এড. শহীদুজ্জামান চৌধুরী, সহ-সভাপতি চিত্ত রঞ্জন তালুকদার, সুখেন্দু সেন, হাওর বাঁচাও আন্দোলন সুনামগঞ্জ জেলা কমিটির কার্যকরী সভাপতি অলিউর রহমান চৌধুরী বকুল, সহ সভাপতি শাহাব উদ্দিন, মানব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক অবঃ সার্জেন্ট জিয়াউর রহমান, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান, প্রচার সম্পাদক তৈয়বুর রহমান, বিশ্বম্ভর পুর উপজেলার সভাপতি আং গনি আনসারি, জামালগঞ্জ উপজেলার সভাপতি শাহানা আল আজাদ, শান্তিগঞ্জ উপজেলার সাধারন সম্পাদক আবু সাইদ, যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, দোয়ারাবাজার উপজেলার হাবিব উল্লাহ হেলালি প্রমুখ।