সিলেটে অনুষ্ঠিত হলো লোক সাংস্কৃতিক উৎসব

4

বাংলাদেশ শিল্পকলা একাডেমির উদ্যোগে ৬৪ জেলায় লোক সাংস্কৃতিক উৎসব আয়োজনের অংশ হিসেবে জেলা শিল্পকলা একাডেমি সিলেট কর্তৃক বৃহস্পতিবার ২০ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় নগরীর পূর্ব শাহী ঈদগাহ্স্থ শিল্পকলা একাডেমির মিলনায়তনে স্বাস্থ্যবিধি মেনে আয়োজন করা হয় জেলা লোক সাংস্কৃতিক উৎসবের। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য রাখেন জেলা কালচারাল অফিসার অসিত বরণ দাশ গুপ্ত। লোক সাংস্কৃতিক উৎসবের বিভিন্ন পরিবেশনায় অংশগ্রহণ করেন সিলেট জেলার বিশিষ্ট শিল্পীবৃন্দ। আবৃত্তিশিল্পী নাফিসা তানজীনের সঞ্চালনায় বাউল গান ও লোকসংগীত পরিবেশনায় ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী জামালউদ্দিন হাসান বান্না; বাউল বিরহী কালা মিয়া; বাউল সূর্য্যলাল দাস; গৌতম চক্রবর্ত্তী; বাউল বিরহী লাল মিয়া; বাউল বশির উদ্দিন সরকার; বাউল কানাইলাল সরকার; বাউল মিনারা বেগম; বাউল শাহানা আক্তার; ইকবাল সাই; তন্বী দেব; সৌরভ সোহেল; বাউল শীতন বাবু; পল্লবী দাশ মৌ ও অর্ণিষা দাশ পর্ণা। দলীয় নৃত্য পরিবেশনায় ছিলেন শিল্পাঙ্গণ সিলেট; ছন্দনৃত্যালয় সিলেট; নৃত্যকণা ফেঞ্চুগঞ্জ; ললিত-মঞ্জরী সিলেট ও নৃত্যরথ সিলেট। আগত দর্শকবৃন্দ সিলেট অঞ্চলের লোকসাংস্কৃতিক পরিবেশনায় মুগ্ধ হন। বিজ্ঞপ্তি