হবিগঞ্জ সংবাদদাতা
হবিগঞ্জে সাজাপ্রাপ্ত পলাতক আসামী ব্যবসায়ী গোবিন্দ সূত্রধরকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার দুপুরে শহরের চৌধুরী বাজার এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে সদর থানার এসআই গোপাল আচার্য্যরে নেতৃত্বে একদল পুলিশ। গ্রেফতারকৃত গোবিন্দ সূত্রধর শহরের খোয়াইমুখ এলাকার গোপেন্দ্র সূত্রধরের ছেলে এবং মেসার্স শ্রী গীতাময় ট্রেডার্সের স্বত্তাধীকারী।
পুলিশ জানায়- গোবিন্দ সূত্রধর ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি হবিগঞ্জ শাখার একজন খেলাপি গ্রাহক। সে ওই শাখা থেকে ৪ লাখ ৩১ হাজার ৬শ টাকা ঋণ দেয়। কিন্তু ঋণ দেয়ার সময় পার হয়ে গেলেও সে তা দেয়নি। এরই প্রেক্ষিতে ইসলামি ব্যাংক হবিগঞ্জ শাখার পক্ষ থেকে একটি মামলা দায়ের করা হয়। মামলায় দোষী সাব্যস্ত হয় গোবিন্দ। আদালত থেকে তার বিরুদ্ধে ৬ মাসের সাজা পরোয়ানার সাথে সমপরিমান টাকা অর্থদন্ড দেয়া হয়।
এ বিষয়ে হবিগঞ্জ সদর মডেল থানার (ওসি) আলমগীর কবির বলেন, তার বিরুদ্ধে ৬ মাসের সাজা পরোয়ানা রয়েছে। গ্রেফতারের পর শনিবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।